সুতপা পূততুণ্ড কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 18, 2018

সুতপা পূততুণ্ড কবিতা

বিভেদ




রিমঝিম সুরে বৃষ্টির গান বাজে,
উড়ো মেঘে যায়,পথ পালটে,
বরফ,সেত জলেরই নির্মাণ,
ঠান্ডা হলেও চাতকের তেষ্টা মেটে।
বুকভরে নিশ্বাস,রজনীর গন্ধ
রাজপথে মিলে যায়,নিভৃত ছন্দ
ভাঙাচোরা বুকে, জমা কিছু দ্বন্দ
বিভেদে দুজনে ভেজে,নিশ্বাস বন্ধ।
কিছু বুঝি আসে যায়? প্রেম যদি
পরনতি না পায়,
পরে থাক যত বাক্য বিনিময়,
পরিনত হতে অসুবিধা কোথায়?
=========================

সুতপা পূততুণ্ড
রামচন্দ্র পথ
ইছাপুর কন্ঠাধার
উত্তর ২৪ পরগনা

No comments:

Post a Comment