রবিউল ইসলাম মণ্ডলের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 18, 2018

রবিউল ইসলাম মণ্ডলের কবিতা

বর্ষা বরণ

----------------



নীলাম্বরীর কৃষ্ণতনু চোখ ধাঁধানো কালবেলা
রক্ত আঁখি হঠাৎ ক‍্যামন উঠল হয়ে ছলছলা।
মান ভাঙালো মান হরনী আষাঢ়ী মেঘ এসে
মধ‍্য দিনের তপ্ত গগন অন্ধ করিল হেসে।

ঈশান কোণে ঐরাবতে ছিটায় বারি দশমুখে
ধেনুর দল বেনু বনে উদ্ধ্ নয়নে যায় ছুটে।
বজ্রপাতের কম্পনিনাদ নিদ্রাহরণ করে
দুগ্ধশিশু মাতৃ ক্রোড়ে আঁঁকড়ে আছে ধরে।


কাষ্ঠ হাস‍্য হাসির রোলে ব‍্যাং যে মাতায় ধ্বরা
কথায় যেন উবে গেল জৈষ্ঠ‍্য তাঁঁতানো খরা।
বৃক্ষ তাহার চামর দোলায় কম্প দিয়ে পৃথি
উঠছে ভেসে হৃদয় মাঝে সহস্র জমা স্মৃতি।

লাঙল কাঁধে কৃষক ভায়া চলে প্রান্তর পানে
নিশ্চুপ রয় বৃক্ষ মজায় রহিয়াছে যেন ধ্যানে।
পল্লীর বধূ কলার পত্রে মস্তক চাই ঢাকিতে
বৃষ্টির ফোটা ভিজায়ে দিয়ে চাই যে বদন দেখিতে।

গাঁঁঙ্গুড়ের জলে পাল দিয়ে তুলে ভাটিয়ালী গানে মাঝি
চলিয়া যাইছে সমুখ পানে দিক হারা হল বুঝি।
ছিল যা ধূসর হল তা মূখর ফেরানো না যায় চোখ
এসো হে বর্ষা ধরনী বক্ষে জীবনের মঙ্গল হোক।
===============================

No comments:

Post a Comment