Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

শেখ সামসুল হকের কবিতাগুচ্ছ

নির্মেঘ বর্ষা



নির্মেঘ বর্ষার হাসির ফোয়ারা টলমল
নদীর অচেনা রূপের চৌচির কথা মালা
বসন্ত ছোঁয়ার আগেই হঠাৎ দেশান্তর
এমন একটা সময় এখন খুব কাছে
চলছে দাপট দেখিয়ে নিবিড় নিরজনে
সাগর সরিৎ উচ্ছাস বিহীন কাট কাট
ধ্বনির শহর কুশল জানতে বড় বেশী
ব্যস্ততা মাথায় হাঁটছে যে দিক মন চায়
ভাবনা কাতর বৃক্ষের বিক্ষত ছায়াতল
অজানা ইচ্ছের মস্তক মুকুল ঝরে পড়ে
কঠিন কঠোর ঝাঝালো বাতাস বেসামাল
উক্তির জবাব কি দিবে অন্তর ধুকফুক
চাইনে কিছুই প্রকৃতি প্রস্তুত কাটা তারে
ঝুলছে অবশ নাড়ির যন্ত্রণা খালি চোখে
দেখার উপায় নেই যে বেলা খেলা
চটক জলদি দিনাতি দিনের ঘূর্ণিমেলা।




বৃষ্টি প্রার্থনা



বৃষ্টি বৃষ্টি খেলায় মেতে উঠছে
বেলাবেলি চলন বিল উত্তাল
আনন্দ ছোঁয়ার দিকে হাত বাড়ায়
জ্যৈষ্ঠের বিকেল অবাক চোখে খুঁজে
লৌহ কপাট খোলার কৌশল যত
পারা না পারা কথার করাত কলে
চৌচির হবার ভাবনা এখন
আর নেই কাছে বৃষ্টির প্রার্থনা
ভিজে ভিজে ক্লান্তির কুয়াশা অদৃশ্য
আবেগের ঝাউ পাতা হেসে বলছে
এমন হলে মন্দ কি এই মধুমাসে
প্রকৃতি জুড়ে খামাখা অট্টহাসি ছুঁড়ে
ব্যথার জটাজালে আটকে থাকা
চাইনে চাই নীপবনের ডাক
প্রহর গুণে গুণে চট জলদি
হাওয়া রোদে চলি ফিরি বেশতো
বৃষ্টি ধ্বনি উচ্চস্বরে চিৎকার করে
খুনে লাল হয় হোক বিশ্ব চরাচরে।






বৃষ্টি পাগল



বৃষ্টি পাগল বৈশাখ এখন
চাতক চোখে গর্জায় অদূরে
মাধবী লতা পাতার বাহারী
রূপ লাবণ্য পুড়ে ছারখার
আসে না কাছে ভিজে না কিছুই
এমন কেন বৈশাখ অচেনা
জনের মত তুফানী মেজাজ
করে ফিরছে যখন তখন
হাতের কাজ যেমনটা ছিল
তেমনি পড়ে থাকছে আলস্যে
কালি ঝুলির বৈশাখ কোথায়
ফিরে এলেই বেঁচে যেতো রুদ্র মন।




বৃষ্টি



এক জীবনের চরাচরে কথার কথায়
আসল নকল বুঝে ওঠা দারুণ কঠিন
সত্যাসত্য জানা যায় কি-না সঠিক উত্তর
সদাশয় প্রশ্ন বিদ্ধ রয় সেকাল একাল
সৃষ্টির ধাঁধাঁয় ঘুরপাক খায় সব কিছু
আদি অন্ত এই পথে হেঁটে চলছে মানুষ
ব্যর্থ পুরোভাগে অনুতাপে সাগর মথিত
স্বচ্ছ ঝর্ণা জলে স্নান শেষে ঝরে আনন্দাশ্রু
চিত্তহারী মত্ত হরিণের ব্যাকুল চরণ
পলকে অদৃশ্য হলে কাটে নেশার ধকল
বিচঞ্চল বৃক্ষ বেঁচে থাকে সকরুণ বোধে
বছর বিদায় হাসি মুখে বৃষ্টি প্রত্যাশায়।



নৃত্য কলার ক্যানভাস



বৃষ্টি মাথায় হাঁটছি ভিজে যাবার করুণ
চিত্র দেখার কেউতো নেই সামনে পেছনে
কাকতালিও ভাবেও কিছু একটা ঘটার
কোন সুযোগ হবে না এটা এতোদিন পর
ঠিক মতই বুঝতে বাকি নেই তবে আর
এই ভাবনা এখন কুরে খায় স্মৃতি ঘর
বলা যায় না কখন শুরু হবে ঘুর্ণিঝড়
নৃত্য কলার সুবর্ণ ক্যানভাস চোখে চোখে
দেখে নেবার সরল প্রশ্নপত্র ফিরে আসে
জানা উত্তর ভুলের ভীড়ে খুঁজে মরে সুখ
সারা দিনের ক্লান্তিরা এলোচুলে বসে থাকে
চায় বৃষ্টির হিংস্র থাবা নিশিভোর করে।
আদা জলের নিকটবর্তী ভোরাই প্রহর
নিত্যদিনের কাজের ভিড়ে রহস্য নির্মাণ
বীর বিক্রম উচ্ছাস ঢেলে সাগর সরিৎ
নীপ বনের আক্রোশ ছোটে নীরব নেশায়।
============================


শেখ সামসুল হক (Sk. Shamsul Haque) জে-২৮ (৬ তলা), বর্ধিত পল্লবী, ঢাকা -১২১৬

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত