তপন কুমার মাজির কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 18, 2018

তপন কুমার মাজির কবিতা

"শ্রাবণের ঝর্ণাধারায়"




অনাসৃষ্টির ভ্রুকুটি চিরে বৃষ্টিবার্তা নিয়ে এসেছে
মৌসুমী, শুনছি মেঘেদের কলরব--
ঘেমো শরীরে বাতাসের কানে কান পাতলেও
শোনা যায় সেই ঝিরিঝিরি রব।

ফাটা মাঠের শরীরিক ক্যানভাসে আঁকা হবে
সবুজ রঙের জীবন্ত ছবি,
আপন খেয়ালে স্বপ্নাবির মিশে যাবে জলরঙে,
কাব্যডালি ভরাবে কবি।

গুচ্ছমূলেরা জাল বুনবে মাটির গর্ভে,
উচ্ছলতায় দুলে উঠবে অরণ্যের মাথা--
তপ্ত শয্যা ছেড়ে মজ্জা থেকে বেরিয়ে আসবে
তারা হাওয়ায়--মেলবে কচি পাতা।

অনাবিল আনন্দে আত্মহারা হবে কুঁড়িরা,
শস্যল গন্ধে মাতবে উড়ুউড়ু মন--
উষ্ণ মেজাজে বৃষ্টির ছোঁয়া লাগবে,
সোনা রঙে রাঙবে রৌদ্র তপ্ত যৌবন।

টাপুর টুপুরের ছন্দে নাচবে সবুজরা,
রিমঝিম তালে মনদরিয়ায়...
জীবনানন্দ টানবে দাঁড়। অনুরাগে সিক্ত হবে
উথালি মন--অভিসারিনীর ছোঁয়ায়।

আষাঢ়ের খেয়ালী গল্পরা রসচর্চিত হয়ে
জীবন্ত হবে শ্রাবণের ঝর্ণা ধারায়,
ঠোঁটের আগল ঠেলে হেসে উঠবে
চিকচিকে দাঁত-- চোখের আয়নায়।

খিলখিলে হাসির মঞ্চে দেখা যাবে
কান্নাদের নান্দনিক উল্লাস,
আর আকাশভাঙা বৃষ্টিতে
একনাগাড়ে ভিজতে থাকবে গুমোট বাতাস।

সবুজ মাঠ পেরিয়ে ধানেরা দেখবে
সোনালী আলোর হাসি মুখ,
সাতরঙা গালিচায় ঐকতান ধরবে
মুটে মজুর শ্রমিক কৃষক।

বর্ষা বিদায়ের সাথে সাথে শুরু হবে
শরতের শুভ আগমন,
নবান্নের ঘ্রাণে মাতোয়ারা হবে বুভুক্ষেরা,
করবে উৎসব যাপন।





=======================================
Tapan Kumar Maji, Courtmore, Hindusthanpark, Asansol-- 713304, Burdwan(W),

No comments:

Post a Comment