খুকু ভূঞ‍্যার কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 18, 2018

খুকু ভূঞ‍্যার কবিতা

আষাঢ়



কালো ওড়নার মতো মেঘ, ছুঁয়ে আছে দিগন্ত
মাটি ফাটছে নীরব ব‍্যথায়
একপশলা বৃষ্টি হলে স্নান সেরে নিতো বেনাঘাস
শুধু মেঘের পর মেঘ জমছে।
বসে আছি প্রাণে আষাঢ় নিয়ে
আঁচলে বাঁধা মরুচাঁদ,
কখন যে দুকুল ছাপিয়ে বান আসবে,,
ভাসিয়ে দেবে সময়ের যতো কালোধুলো নোংরা আবর্জনা
ব‍্যস সেদিকেই তাকিয়ে আছি
=================================


খুকু ভূঞ‍্যা
প্রযত্নে/ বলাই ভূঞ‍্যা
ভেমুয়া, সবং, পঃ মেদিনীপুর

No comments:

Post a Comment