মনোতোষ আচার্যের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 18, 2018

মনোতোষ আচার্যের কবিতা


             শ্রীমতী বরষা



         ফুটোছাতা ভাঙাশিক বর্ষাজীবন
        পদ্য সহজিয়া মীন মুক্তিপিপাসা
        হাঁটুপাঁক কাদা জলে কৈশোরের স্মৃতি
        আমে বামে অনুগত মৌসুমি ভরসা...

       গজাধান গন্ধমাখা মেঘলা আষাঢ়
       ব্যাঙাচি ধ্রুপদে  মাতে ডাহুক দুপুর
       কদম্বের উপবনে  সুবাস কুসুম
       শ্রীবাস কীর্তনে মজে মৃদঙ্গপুর

       কাকভোরে ঠেলাঠেলি শিরাওঠা পায়ে
       সারাদিন কেরোসিন উপবাসী ভিড়
       রেশনে আদিম টান অন্ধকার গ্রাম
       রাধার নূপুরে ধ্বনি মল্লারের মীড়।

       জলজ হৃদয়ে ভাসে চলমান পট
       ভ্যাপসা সন্ধের ঘাটে জোনাকির ভাষা
       উপুড় শস্যের মাঠে আয় বৃষ্টি গান
       অন্তর দহনে জুড়ি শ্রীমতী বরষা...

No comments:

Post a Comment