মেঘ বৃষ্টির খেলা
আষাঢ় শ্রাবণ আকাশে বাতাসে
মেঘ বৃষ্টির খেলা
নহলি পাতারা ভিজে ভিজে নেয়ে
সাজাচ্ছে কথা মেলা
রুম ঝুম ঝুম সুর লহরীতে
রূপালী মুদ্রা নাচে
কাব্য কথার ঘোরে কালিদাস
লাবণ্য সুধা যাঁচে
হালট ডালট উলোট পালট
ঐন্দ্রজালিক সাজ
মেঘবালিকার এলোচুলে বাজে
শ্রাবণের এস্রাজ।
আষাঢ়ীর মুদ্রা
ঘোর ডোবা ঘোরে আষাঢ়ী আসরে
একান্তে আন্মনে মধূরীমা কম্পণে
ভাবছি নিরালে তোমার আগমনী
অমনি তখন বর্ষণ রিনিঝিনি।
ঝুমবৃষ্টির বাহারী খেলায় মোহময় সেই রাতে
তুমি এলে সদ্যফোটা দোলনচাঁপা হাতে
অনুচ্চারিত শব্দেরা জলজ আদরে
এতাল বেতাল ত্রিতাল কোলাহলে
গাঁথে কথামালা মদির খেয়ালে
অনিন্দ্য উত্তাপে চিত্তহারী অনুরাগে
হৃদয় মন্দিরে রিমঝিম তানপুরা
মেঘ মল্লারে মেঘদূত দিশেহারা
উর্বশী বর্ষণে স্নানরত কদম কেয়ার বন
আগ্রাসী উষ্ণতার অন্তহীন শিহরণে
নিদারুণ সম্মোহনে আমরা দুÕজন
রুদ্ধ বাক্ দুটি হাত রাখা হাতে
মৌসুমী জলসায় ধূম বৃষ্টির সাথে
তুমল কলস্বরে বজ্র-বিদ্যুৎ মুদ্রায়
ভিজে যেতে থাকি গন্ধবতী রাতে।
মন ভেজানো বৃষ্টি
বৃষ্টি বৃষ্টি বৃষ্টি
হৃদয় পাগল করা বৃষ্টি
ভিজতে ভিজতে ভিজেই গেলাম
শার্সিতে চোখ রাখতেই দেখি
ঝুম বৃষ্টিতে ¯œান-মগ্ন
দুটি খয়েরী শালিক
ঠোঁটের কপাট খুলে আদর কাড়ছে
খুনসুঁটি কোরছে
গড়াগড়ি খাচ্ছে
নাচছে আর ভিজছে
মনের দুয়ারে টোকা পড়তেই
মনে হলো
মন ভেজানো এই বৃষ্টিতে
আমি তো ভিজেই আছি
এবার তোমাকেও ভিজাবো।
শ্রাবণী বিহার
শ্রাবণ ঝরছিল তুমুল ঝরণে
ছুটে ছুটে বার বার গিয়েছি ব্যালকনিতে
ছুঁয়েছি বৃষ্টি ছুঁয়েছি তোমাকে
দেখেছি দাপুটে হাওয়ার তড়িৎ তাপন
মেখেছি বেলকুড়ির সৌগন্ধি অগনণ
টইটম্বুর মনটাকে বশে রাখতে পারিনি
ইলেকট্রনিক স্পর্শের মধূরিমা প্রতীক্ষায়
ভেজা গা গতর আকণ্ঠ ডুবেছিল
জলডোবা বর্ষণে
আর তুমি ?
পিছন থেকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরলে
কি যে হলো
কি যে হলো তারপর
বৃষ্টি ঝরালো শ্রাবণী প্রহরে
সীমানা ছাড়িয়ে গেল আমাদের
অনিন্দ্য প্রমোদী বিহার।
কবিতা প্রণয়
মৌসুমী অঙ্গনে আষাঢ়ীর রিংটোন
কৃষ্ণচূড়া স্বপ্নেরা সময়ের জটিল হিসাব ভুলে
দুঃসাহসী নৃত্যকলায় নির্বিঘেœ হেঁটে যায়
জোছনা বৃষ্টিতে ভিজতে চেয়ে
রাত্রির পৈথানে বসি
নক্ষত্রের বাতিঘরে মিলন ঝুলনে
উল্কাপতনের দুর্বিনীত ভঙ্গিমা দেখি
ম্যানগ্রোভ ফরেস্টের অথৈ লাবণ্যে
নোনা জলের জোয়ার ভাটায়
অমিত ভাললাগার সৃজনী কারুকলা
ভাবনার নদী জুড়ে
প্রাত্যহিক জীবনের দুর্দান্ত কোলাহল
বাগানের এক কোণে ধ্রুপদী স্পন্দনে
হামিং বার্ড বোল তোলে
মহুয়ার রক্ত রাঙা ফুলে
মাতাল হৃদয় কেঁপে কেঁপে ওঠে সুরের মুর্চ্ছনায়
স...ব কিছু অস্পষ্ট হয়ে যায়
দুজনে পাঠ করি কবিতা প্রণয়।
============================
কবি সামসুন্নাহার ফারুক,
ঠিকানা: এ-২, বাণিজ্যবিতান সুপারমার্কেট, ইস্টকর্ণার, ২য়তলা, নীলক্ষেত,
ঢাকা-১২০৫, বাংলাদেশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন