শিল্পী দত্তর দুটি কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 18, 2018

শিল্পী দত্তর দুটি কবিতা

আপন করে নিও



তোমার ঠিকানায় পৌঁছে দেবো চিঠি,
ঝোড়ো হাওয়ায় যেদিন উড়বে ঝরা পাতা।
দুজন মিলে বাঁধবো নতুন ঘর,
নাইবা হল বলা মনের সকল কথা।
কোনো অজুহাত মানবে না জেনো মন,
বুকের মাঝে রাখতে তোমায় ধরে।
নতুন স্বপ্ন চোখের পাতায় এঁকে,
নতুন জীবন কাটাবো নতুন করে।
সেদিন যদি বৃষ্টি ঝরে পড়ে,
মন যদি গায় নতুন কোনো গান।
আমায় তুমি আপন করে নিও,
ভুলে সব জমানো অভিমান।




হবে না প্রেম নষ্ট



অঝোর ধারায় হোক না রোজ বৃষ্টি,
রোজ জলে ভেজা, রোজ একটু ভালোবাসা।
নতুন কোন প্রেম হোক না রোজ সৃষ্টি,
রোজ নতুন র্স্পশ, রোজ একটু কাছে আসা।
চোখের জলে হোক না ঝাপসা দৃষ্টি,
রোজ কিছু চাওয়া, রোজ কিছু না পাওয়া।
যন্ত্রণাটাও হোক না খুব মিষ্টি,
রোজ তোর থেকে একটু দূরে যাওয়া।
তোকে ভুলে যাওয়ার হোক না রোজ চেষ্টা,
থাকতে ভুলে হোক না যতই কষ্ট।
জানি তবু থেকেই যাবে রেষটা,
ভুলে গিয়ে তোকে হবে না তো প্রেম নষ্ট।
===========================


Shilpi Dutta
Shyam Garden Apartment
B-Block
3rd Floor
168, Dr. Jiban Ratan Dhar Road
Airport 1 No.
Kolkata 28

No comments:

Post a Comment