সুতপা মণ্ডলের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 18, 2018

সুতপা মণ্ডলের কবিতা

বৃষ্টি আমার

.................................


বৃষ্টি আমার পাগলী মেয়ে
রোজ সাজে সে নতুন সাজে
রিমিঝিমি রিমিঝিমি
বাজায় নুপুর সকাল সাঁঝে।

মাটির সাথে মিতালী তার
নদীর সাথে ভাসে
পাহাড় বুকে ঝর্ণা হয়ে
খিলখিলিয়ে হাসে ।

চঞ্চলা সে কাঁদায় হাসায়
কাউকে জড়ায় ভালোবাসায়
হরিণ চোখে প্রেম আনে সে
ময়ূর পেখম সাজায় ।

তার রূপের ছটার স্নিগ্ধতায়
আনমনা হয় দৃষ্টি
পাগলি মেয়ের প্রেম পরশে
সবুজ ভরায় সৃষ্টি ।

বৃষ্টি আমার সাগর জলে
যেন মুক্ত মালায় ঝরে
রাগ কোরে সে রাগবতী
যায় না মরুর ঘরে।
====০০০====


sutapa mondal

No comments:

Post a Comment