বসন্ত কুমার প্রামানিকের অণুগল্প - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 18, 2018

বসন্ত কুমার প্রামানিকের অণুগল্প

"বিষাদ বর্ষা"

----------------------------------------

আজ প্রবল বর্ষণ, মিনুর মা আর কাজে বেড়াতে পারলো না,প্রচণ্ড জ্বর
এসেছে।মিনু ভাইকে মায়ের কাছে বসিয়ে ঝুড়িতে ফুল সাজিয়ে গেল জহরাতলার মেলায়
বিক্রি করতে।যা অঝোরে বৃষ্টি মনে হয় না মেলায় লোকের সমাগম হবে।তবুও মিনু গেছে
ফুল বেচতে,যা দু-চার পয়সা হবে তা দিয়ে মায়ের ওষুধ কিনবে।প্রবল বর্ষণে সেরকম
লোকজনের সমাগম হয়নি ।মিনু বৃষ্টিতে ভিজে সব লোকের কাছে আবেদন করতে
লাগলো,কিন্তু কেউ আর মিনুর দিকে ভ্রূক্ষেপ করলো না।দুপুর গড়িয়ে আসলো,মেলা
প্রায় শেষের দিকে।মিনুর ফুল ভর্তি ঝুড়ি থেকে একটি ফুলও বিক্রি হলনা।অবশেষে
ঝুড়ি ভর্তি ফুল নিয়ে মিনু বাড়ি ফিরে এলো।দরজার ফাঁক দিয়ে মিনু দেখে,তার ভাই
মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিয়ে বলছে,"একটু অপেক্ষা কর দিদি এখনই
ওষুধ নিয়ে আসছে"।এসব দেখে মিনু আর নিজেকে ঠিক রাখতে না পেরে ফুলের ঝুড়ি ফেলে
দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদতে লাগলো।মিনু বলল -"মা, আমি তোমার জন্য
ওষুধ আনতে পারলাম না,আমাকে ক্ষমা করে দিও"।মা এদিকে বলতে লাগলো,"এই দেখো কাঁদে
না আমার কিছু হয় নি,সব ঠিক হয়ে যাবে চুপ কর মিনু।এইভাবে মা ও মেয়ে একে অপরকে
সান্ত্বনা দিতে লাগলো।ছোট ভাই কিংকর্তব্যবিমূঢ় হয়ে মা ও মেয়ের ছলনার অভিনয়
দেখতে লাগলো।
--------------------------------------------------------------------------


বসন্ত কুমার প্রামানিক
মাধব নগর
পোস্ট:মোকদুমপুর
জেলা:মালদা

No comments:

Post a Comment