শুভাশিস দাশের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 18, 2018

শুভাশিস দাশের কবিতা

শ্রাবণী

----------


অথচ বৃষ্টি হবার কথা ছিল
কতদিন পাতা থেকে জল পড়া দেখিনি
দেখিনি ভিজে কাক গাছের আড়ালে
কারা যেন আগুন দিয়ে চলে গেছে

এই পোড়া দিনে চাতকের জল চাওয়া ডাক
মাটি ফাটার তীব্র হাহাকার
মাঠ জুড়ে নষ্ট বীজতলা বলে ওঠে বাঁচাও

অথচ বৃষ্টি নামবে কথা ছিল
শ্রাবণী অন্তত একবার ভাসিয়ে দাও
এই পোড়া প্রান্তর !
--------------------------------------------------



শুভাশিস দাশ
দিনহাটা, কোচবিহার

No comments:

Post a Comment