Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৫তম সংখ্যা ।। জ্যৈষ্ঠ ১৪৩১ মে ২০২৪

ছবি
  বিঃদ্রঃ  লেখকলেখিকাগণ প্রকাশিত লেখার স্ক্রীনশট শেয়ার করবেন না প্লিজ।  লেখার লিঙ্ক শেয়ার করুন যতখুশি।   -- সম্পাদকমণ্ডলী। সূচিপত্র অনুভবে রবীন্দ্রনাথ প্রবন্ধ ।। রবীন্দ্র-ভাবনায় যুদ্ধ ও বিশ্বশান্তি ।। চন্দন দাশগুপ্ত  প্রবন্ধ ।। রবীন্দ্রনাথের স্বাধীনতাপ্রিয়তা ।। অরুণ চট্টোপাধ্যায় প্রবন্ধ ।। রবীন্দ্রনাথের জীবনবোধ ও সাহিত্যচর্চা ।। রণেশ রায় প্রবন্ধ ।। কবিগুরু আর স্বামীজীর চোখে মানুষ ।। প্রদীপ কুমার দে  নিবন্ধ ।। চিরভাস্বর জীবনপথিক ।। মানস কুমার সেনগুপ্ত প্রবন্ধ ।। হৃদয়ে শুধুই রবীন্দ্রনাথ ।। বীরেন্দ্র নাথ মহাপাত্র প্রবন্ধ ।। কবি রবীন্দ্রনাথ ।। শ্যামল হুদাতী কবিতা || রবীন্দ্রনাথ দিনের আলো ।। অবশেষ দাস ছড়া ।। কেমন ক'রে ।। সুব্রত দাস কবিতা ।। তোমাকে হাতড়ে বেড়াই ।। জয়িতা চট্টোপাধ্যায় নিবন্ধ ।। সংকটে আলোর দিশারী কবিগুরু রবীন্দ্রনাথ ।। পাভেল আমান নিবন্ধ ।। প্রাণের ঠাকুর শিল্পী রবীন্দ্রনাথ ।। নিবেদিতা দে কবিতা ।। রয়েছ নয়নে ।। তাপসী লাহা ছড়া ।। কবির জন্মদিনে ।। খগপতি বন্দ্যোপাধ্যায় কবিতা ।। তোমার অসীমে ।। জয়শ্রী সরকার মুক্তগদ্য ।। অনুভবে রবীন্দ্রনাথ ।। আরতি মিত্র ছড়া ।। আমার রবীন্দ্র

সুবীর ঘোষের মুক্তগদ্য

 

আমার বর্ষামঙ্গল





অতদূর পেছনে কী চোখ যাবে ? চোখ না গেলেও মন নিশ্চয় যাবে । সে অনেক কাল আগের
কথা । প্রায় ছ-ছটা দশক পেরিয়ে গেল । এখনো স্পষ্ট মনে পড়ে ঋতুর কী অপরূপ
ভারসাম্য ছিল তখন । স্কুলে ঢুকবার আগেই জেনেছিলাম বাংলা মাসগুলোর নাম । স্কুলে
ঢুকে জানতে পারলাম একজোড়া করে মাস নিয়ে আবার ছ'টা ঋতু আছে আমাদের । সেই আনন্দে
ন'বছর বয়সে লিখে ফেললাম ছয় ঋতু নিয়ে একটা কবিতা । আমার জীবনের দ্বিতীয় কবিতা
। 'পথের পাঁচালী' পড়তে গিয়ে পেলাম একটা কথা----কালে বর্ষতু পর্জন্যাঃ । তা
আমাদের সেই শৈশবে মেঘেরা কালেই বর্ষাত । তীব্র দাবদাহের পর কালো মেঘের সম্ভার
নিয়ে এসে যেত আষাঢ়--বর্ষাঋতুর প্রথম মাস । আষাঢ় -এর ঢল বলে তখন একটা কথা শোনা
যেত । এখন শুনি না । কেন না এখন তো সেই ঢল আর নামে না আষাঢ়ে । শ্রাবণে ছিল
ধারা ।

উতল-ধারা বাদল ঝরে সকল বেলা একা ঘরে ------রবীন্দ্রনাথের সুরে মন উদাস
হয়ে হারিয়ে যেত সুদূর তেপান্তরে যেখানে মাঠের বুকে অনবরত আছড়ে পড়ত বাদলধারা ।
উঁচু উঁচু তালগাছগুলোর মাথা দুলত হাওয়ায় । কখনো সে বাতাস হত পাগলপারা ।
বৃষ্টিতে ভিজতে ভিজতে দূরাগত বকের সারি মাঠ পেরিয়ে এসে আশ্রয় নিত বিশাল বিশাল
তেঁতুল গাছে । হঠাৎ আসা বৃষ্টিতে সব থেকে বিপদে পড়ত ছাগলের পাল । আশ্রয়ের খোঁজে
তারা তিড়িং বিড়িং করে লাফাতে লাফাতে বাড়ির কোনো দাওয়া বা খোড়ো ঘরের চালের
নিচেটায় এসে দাঁড়িয়ে পড়ত । স্কুল থেকে ফিরতে গিয়ে ছুঁচ ফোটানো বৃষ্টির
কত না অত্যাচার
সহ্য করতে হয়েছে । ছুটির সময়কার কিছু মজার গল্প মনে পড়ছে । ছুটির ঘণ্টা বাজছে
। শেষ ক্লাসের স্যার আমাদের মুখ দেখেই বুঝে গেলেন । বললেন-- ক 'জনের কাছে ছাতা
নেই ? দু' চার জন ছাড়া কারো কাছেই নেই । তিনি বললেন --বর্ষাকালে ছাতা আনতে মনে
থাকে না তোদের ? বললাম --কাল থেকে স্যার আর ভুল হবে না । তিনি বললেন ---সেই
শেয়ালের গল্প জানিস তো । তোদের অবস্থা সেই শেয়ালের মতো । কোন শেয়াল , কোন
শেয়াল ---আমরা উদ্গ্রীব । মাষ্টারমশাই গল্প শুরু করলেন--- এক মাঠে এক শেয়াল
ছিল । সে সকালবেলা গর্ত থেকে বেরিয়ে যেত । রাতে নানা কিছু খেয়ে গর্তে এসে
ঢুকবার চেষ্টা করত । কিন্তু খেয়েদেয়ে পেট ফুলে থাকায় গর্তে ঢুকতে তার খুব কষ্ট
হত । সে শপথ নিত কাল সকালে বেরুবার সময় গর্তের মুখটা বড়ো করে তবে যাবে ।
কিন্তু সকালে খুব সহজেই বেরিয়ে যেত বলে সে কথা আর তার মনে পড়ত না । রাতে এসে
আবার সেই একই অসুবিধার সম্মুখীন হত । তোদের অবস্থা সে রকমই । এখন ভাবছিস কাল
ছাতা আনবি । আবার কাল সকালে বৃষ্টি না থাকলে ছাতার কথা আর তোদের মনে পড়বে না ।









জুতো ভিজে গেলে খুব অসুবিধা হত । তখন এক জোড়াই তো জুতো । মা সেই ভেজা জুতো
উনুনের গায়ে ঘুরিয়ে ঘুরিয়ে শুকিয়ে দিতেন । ছুটির দিনে সকালবেলা বৃষ্টি নামলে
খুব মজা হত । পড়াশুনো নেই । জানলা দিয়ে ঝমঝম বৃষ্টি পড়া দেখা । প্রবল হাওয়ায়
কখনো কখনো বৃষ্টির জল মাটিতে পড়ার আগেই উড়ে যেত । তারাকেওট আসত বিশাল একটা
ঝুড়িতে টাটকা মাছ নিয়ে । মাথা বাদ দিয়ে প্রায় পুরো শরীরটাই ভেজা তার । মাথায়
একটা তালপাতায় বোনা ছাতি যাকে আমাদের ওদিকে বলে --'মাথালি' । মা বানাতেন
খিচুড়ি সঙ্গে
অন্যান্য ভাজাভুজি আর মাছভাজা ।



স্কুলের একটু উঁচু ক্লাসে ছিল সংস্কৃত । মেঘদূত , বিশেষ করে বর্ষায় পড়া মেঘদূত
পড়ে মন উদাস হয়ে কোন্ কল্পরাজ্যে যেন হারিয়ে যেত । যক্ষের দুঃখের সঙ্গে নিজেকে
একাত্ম করে ফেলতাম ।

নীপং দৃষ্ট্বা হরিতকপিশং কেশরৈরর্ধরূঢ়ৈ-

রাবির্ভূতপ্রথমুকুলাঃ কন্দলীশ্চানুকচ্ছম্ ।

জগধ্বারণ্যেষ্বধিকসুরভিং গন্ধমাঘ্রায় চোর্ব্যাঃ

সারঙ্গাস্তে জললবমুচঃ সূচয়িষ্যন্তি মার্গম্।।



আধফোটা কদম্ব, কটারঙ সবজে , ভুঁইচাঁপা নদীটির দু পাশে,

শুকনো মাটিতে ফোঁটা , মাতাল করা ঘ্রাণে হরিণ-হরিণী ছোটে কী আশে ?

বর্ষা, বর্ষা এলো , এসেছে সে খবর , প্রতি বিন্দুতে দিক নির্ণয়

অরণ্যে হৈ হৈ , হরিণীর খবরে নেচে ওঠে বৃক্ষ-কেকা-জলাশয় ।



তখন বিনোদন বলতে একমাত্র রেডিও । বেতারে বর্ষামঙ্গলের লংপ্লে রেকর্ড বাজত । কখনও
প্রাণভরে শুনতাম---এ কী গভীর বাণী এল ঘন মেঘের আড়াল ধ'রে / সকল আকাশ আকুল ক'রে
...

বর্ষায় বানভাসি হত ফি বছর । কত লোক ভিটে ছেড়ে স্কুলবাড়িতে । শুকনো ডাঙায় ।
মাঠঘাট জলে থৈ থৈ । শাকসব্জির দো-ফসলি খেত সন্তান হারানো মায়ের মতো কাঁদে ।

নামগোত্রহীন যে ছোট নদী যার পরিচিতি কাঁদর নামে সে-ও ফুঁসতে থাকে । আমার জীবনে
ছোটবেলার নদী বলতে হিংলো আর ময়ূরাক্ষী । এবং বড়বেলায় অজয় ও দামোদর ।
মেদিনীপুরের বন্যাত্রাণে সাহায্যের জন্য গান গেয়ে গেয়ে একদল মানুষ আসতেন
দেখেছি ।

শালনদীর নিচু ব্রিজ জলে ডুবে গেলে জল না নামা পর্যন্ত বাস বন্ধ থাকত মনে আছে ।



বর্ষায় খেতের সব্জি গলে গেলে খাওয়াদাওয়ার কষ্ট হত মানুষের । তারই মধ্যে
বর্ষার খাবার
বলতে আমার পছন্দ ছিল পুঁইশাক ও গাঁঠিকচু । ফলের মধ্যে আম ও জাম । কাঁঠালের
ভক্ত আমি







কোনোদিনই নই । ধোবাপুকুরের পাড়ে একটা জাম গাছ ছিল । অপর্যাপ্ত জাম । খেয়ে শেষ
করা যেত না । আর অগতির গতি খিচুড়ি তো ছিলই ।



বর্ষায় আমার একটা বিলাসিতা ছিল--কবিতার । কবিতা যেমন লিখতাম তেমনই প্রচুর
কবিতা পড়তাম
। এখন বর্ষা অনেক বদলে গেছে । আগেকার বর্ষার কথা ভাবলে আমি চলে যাওয়া প্রেমিকার
দুঃখ অনুভব করি । এ লেখা শেষ হোক আমারই এক কবিতায় ---





*বর্ষা যে যায় যায়*



খুব নীরবে যে জল এসে জমেছে

কাপড়মেলা তারে

সে কোনোদিন পূর্বমেঘের দেখা পায় নি ।



জল থেকে উঠে আসা মাত্র

যারা কচ্ছপ ধরে বেঁধে এনে

কাঠের সন্ধানে যেত

তারাই আজ বালির ওপর ছাতা ধরে

চিল তাড়াচ্ছে ।



খুব ইচ্ছে করে এমন একটা মেঘ যদি ফেরে

যে উড়িয়ে নিয়ে যাবে চিল

আর নিজে ছোট্টো পাখির মতো

এসে বসবে আমাদের কাপড়মেলা তারে ।



আমাদের বর্ষা যে যায় যায় ।
=============================



সুবীর ঘোষ
দুর্গাপুর

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৫তম সংখ্যা ।। জ্যৈষ্ঠ ১৪৩১ মে ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়