কবিতা ।। দীপান্বিতা হক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, June 16, 2020

কবিতা ।। দীপান্বিতা হক




ব্যাধ ও ফাঁদ


একদিন এক পাখির বাজারে গিয়ে
একজন ব্যাধের সন্ধান পেলাম।
সে কতগুলো সুন্দর সুন্দর মুনিয়াপাখি
নিয়ে বসেছিল বিক্রি করবে বলে।
আমি তার কাছে গিয়ে দাঁড়াতেই-
সে স্মিতহাস্যে ঘোষণা করল
সে একজন ব্যাধ, আর মুনিয়াগুলো তার নিজের ধরা।
তার উজ্জ্বল চোখ, উন্নত কপাল, চ ওড়া বুক
আর সত্যভাষণে-
আমি তাকে ভালোবেসে ফেললাম।
বাসব না- ই বা কেন?
এ জীবনে প্রথম ব্যাধ দেখলাম
যে তার শিকারকে স্বীকার করছে।
আমি তাকে অকপটে জানালাম যে-
আমি তাকে ভালোবেসেছি।
সে হতচকিত হলেও আমাতে মুগ্ধ হল
আমি তাকে বললাম তবে চলো সেই অপোবনে
যেখানে থাকব আমি, তুমি আর এই মুনিয়ারা
ব্যাধ রাজী হল।
জালটি ফেলে দিয়ে আমরা চলে গেলাম তপোবনে।।
                       ---------------
Name. Dipanwita Haque
Address. Park street kol 16