Featured Post
প্রচ্ছদ, সম্পাদকীয় ও লেখক-সূচি
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
সম্পাদকীয়
==================প্রকাশিত হল ব্লক-নবপ্রভাতের ২৯তম সংখ্যা। কোরোনাকালের এই ঘোরসংকটে আমরা সাহিত্যচর্চায় ব্রতী আছি। দরজার বাইরে উঁচিয়ে আছে ভয়। এখন সাহিত্য সৃষ্টিই আমাদের একান্ত নির্ভরতার স্থল। আমাদের বাঁচার, ভয়কে জয় করার নিরাপদ আশ্রয়। সকলে ভাল থাকুন সুস্থ থাকুন -- এই একান্ত কামনা।
ব্লগ-নবপ্রভাতের পাঠক লেখক শুভানুধ্যায়ীদের কাছে আমাদের আবেদন, আপনারা প্রকাশিত লেখাগুলো পড়ুন এবং লেখার নিচে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানান। লেখকরা উৎসাহিত হবেন। আমরাও প্রীত হব।
লেখক বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা নিজের লেখা ছাড়াও অন্যের লেখাও পড়ুন। মতামত জানান। তাহলে আপনার লেখা সম্বন্ধে অন্যের মন্তব্য আশা করতে পারেন।
আর একটা গুরুত্বপূর্ণ কথা, লেখকলেখিকারা নিজের নিজের লেখার লিংক শেয়ার করুন -- ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সামাজিক মাধ্যমে। কিন্তু কোন কোনভাবেই স্ক্রিনশট শেয়ার করবেন না। যদি নিজের লেখার লিংক না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের জানান আমরা আপনার লেখার লিংক পাঠিয়ে দেব। আমরা চাই পাঠক-পাঠিকারা লিংকের মাধ্যমে ব্লগে আসুন এবং আপনার লেখার পাশাপাশি সুযোগ মত অন্য লেখাও পড়ুন। মত বিনিময়ের মাধ্যমে সকলেই সমৃদ্ধ হই।
নতুনদের উৎসাহিত করতে আমরা সবসময়ই তাদের লেখাকে অগ্রাধিকার দিই। এবারের সংখ্যাতেও তার ব্যতিক্রম ঘটেনি। প্রবীণদের পাশাপাশি নবীনদের এই রকম লেখা স্থান পেয়েছে। আগামীতে তাঁদের লেখার উন্নয়ন ঘটবে সেই আশাতেই আমরা তাঁদের লেখা রাখি। কিন্তু ধারাবাহিকভাবে একই মানুষ একই রকম দুর্বল লেখা পাঠালে আমরা আগামী দিনে তা নিশ্চিতভাবে রাখবো না।
আবারও সবাইকে শ্রাবণের ভরাবর্ষার সিক্ত-স্নিগ্ধ শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। নমস্কার।
লেখক-সুচি
==================
প্রবন্ধ-নিবন্ধ-মুক্তগদ্য
সুবীর ঘোষ সুদর্শন মণ্ডল সবিতা বিশ্বাস প্রণব কুমার চক্রবর্তী সিদ্ধার্থ সিংহ বটু কৃষ্ণ হালদার টুবাই মন্ডল মোনালিসা পাহাড়ী আশিস চৌধুরী সঞ্জীব সেন শেফালি সর লক্ষ্মী নন্দী রমলা মুখার্জী পাভেল আমান
ছোটগল্প-অণুগল্প
বিজয়া দেব বিশ্বনাথ প্রামানিক উত্তম বিশ্বাস ইন্দ্রাণী দত্ত ফাল্গুনী মুখোপাধ্যায় তৃণা মুখার্জী বিশ্বনাথ ব্যানার্জী সুরজিৎ দাস অদিতি সুর তাসফীর ইসলাম (ইমরান) রণেশ রায় মিফতাহুল মোল্লা অলোক দাস
কবিতা ও ছড়া
প্রাণজি বসাক তৈমুর খান রঞ্জনা রায় অংশুমান চক্রবর্তী বিশ্বজিৎ চট্টোপাধ্যায় অনিন্দ্য পাল সৌমিত্র চ্যাটার্জী অরিন্দম চট্টোপাধ্যায় জগবন্ধু হালদার তীর্থঙ্কর সুমিত রোনক ব্যানার্জী শম্ভু সরকার দীপ্তেন্দু বিকাশ ষন্নিগ্রহী মঞ্জির বাগ দেবীপ্রসাদ পাঁজা অর্যমা ভট্টাচার্য সুমিত মোদক অমৃতা চট্টোপাধ্যায় চন্দন মিত্র সুনন্দ মন্ডল হরিৎ বন্দ্যোপাধ্যায় তাপসী লাহা রঞ্জন চৌধুরী তূয়া নূর অমিত পাটোয়ারী সম্পা পাল অরুণ কুমার সরকার কপিল বাগচী সোমা মজুমদার অভিজিৎ দাসকর্মকার অঞ্জনা দেব রায় সোমনাথ বেনিয়া সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় অরবিন্দ পুরকাইত মালিপাখি পারমিতা রাহা হালদার বৈদূর্য্য সরকার তরুনার্ক লাহা দিবাকর মণ্ডল প্রিয়াঙ্কা কুণ্ডু সাত্যকি তাপস বাগ কানুরঞ্জন চট্টোপাধ্যায় পলি ঘোষাল চক্রবর্তী সুকুমার কর মৌসুমী ভৌমিক শ্যামাপ্রসাদ লাহা সায়নী ব্যানার্জী মাথুর দাস মনোরঞ্জন মিদ্দে রঞ্জন কুমার মণ্ডল সৌমিত্র মজুমদার বদরুদ্দোজা শেখু চন্দন সুরভি নন্দ অঙ্কিতা সরকার সুব্রত দেব দীপজয় গাঙ্গুলী নিত্য রঞ্জন মণ্ডল গোবিন্দ মোদক বিশ্বজিৎ কর ইন্দ্রানী গুহ শুভাশিস দাশ দীপান্বিতা হক রাণা চ্যাটার্জী সায়ন মোহন্ত সুব্রত দাস সোমা ঘোষ মৃত্যুঞ্জয় হালদার তারক মজুমদার মানস চক্রবর্ত্তী সাগর বর্মন পার্থ সারথি চক্রবর্তী নিশা দাস সুজিত কুমার কর উজ্জ্বল মাহাত চিরঞ্জিত কুন্ডু সাইফুল ইসলাম আশিস ভট্টাচার্য পরাগ ভট্টাচার্য্য সুজিত কুমার মালিক বিনয় ডাঙ্গর তানিয়া ইসলাম রিঞ্জক রণজিৎ হালদার শুভজিৎ দে অরূপ কুমার গোপ মন্ডল দুলাল সুর অষ্টপদ মালিক রবিউল ইসলাম মন্ডল সত্য মোদক কালাম হাবিব নারায়ণ প্রসাদ জানা রমেশ দাস ফাল্গুনী গিরি সাবিউল ইসলাম সৌরভ মান্না শিবপ্রসাদ গরাই সোমা কর্মকার রঞ্জিত বিশ্বাস অজয় মণ্ডল
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন