কবিতা // পার্থ সারথি চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 16, 2020

কবিতা // পার্থ সারথি চক্রবর্তী



   # অবগাহন #


ঝিঝিঁ পোকার খোঁজে বেড়িয়েছিলাম এক পূর্ণিমা রাতে 
এক গহন অরণ্যের বুক চিরে 
এক হাঁটু জল কাদা পেরিয়ে 
আমার ফেলে আসা শৈশবের নস্টালজিয়াতে 

শাল সেগুনের ভিড় ভেদ করে যেখানে আলো পৌছয়নি 
অকিন্চিৎকর প্রাপ্তির সন্ধানে 
মাথা কুটে মরছে ইচ্ছারা 
জেগে থাকে শুধু  অপছন্দের বিবমিষারা 

কাদা জলে অবগাহন করি যন্ত্রণার সাবান মেখে নিয়ে 
উঠে আসে কষ্টের হলাহল 
পান করে নিই আকন্ঠ 
তবু নীলকন্ঠ হতে পারিনা , আজন্ম চেষ্টায়

No comments:

Post a Comment