Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

মুক্তগদ্য : সঞ্জীব সেন





লকডাউন কিম্বা মার্কেজের বাস্তুসাপ



লকডাউনে কতজন কতকিছু করে ফেলল= আমার কিছু করা হল না =কেউ কেউ রান্না করতে শিখে গেল= কেউ কবিতা, গল্প এমনকি দুএকটা একটা উপন্যাসও লিখে ফেলল = কেউ আবার ফেসবুক লাইভে পছন্দের কবিতা পাঠ করল = কেউ করোনার দিনগুলো কেমন দুঃসহ কাটছে জানিয়ে দিল   = পরকীয়ায় কোন সংসার ভাঙল =আবার জোড়াও লাগল=কেউ কোড আনকোড ভাইরাল হওয়ার জন্য বাঘাকে (পড়ুন স্ট্রিটডগ) কে ঘরে এনে তুলল= কেউ দুধ হলুদ খাওয়ার পরামর্শ দিল= কেউ ডালগনা কফি খেয়ে কলম্বাসের মত এমেরিকা বলে পাড়ামাত করল । কেউ চাকরি খোয়াল কেউ আবার জীবিকা পাল্টে ফেলল= কেউ গেল ডিপ্রেসনে= আবার কোন পাড়ার ফুল বৌদি কত ঝাড়ফুঁক তাবিজ শিকড় মানত করেও ফুলদাকে আঁটকাটে পারল না তখন লকডাউন তাই করে দেখাল = এখন ফুল দা রান্না করে ফুলবৌদিকে বলছে "দেখ তো নুন ঠিক আছে কিনা, ভাবা যায় = কতজন কতকিছু করে ফেলল আমার কিছু  করা হয় না= অন্তত একটা পারফেক্ট অণুগল্প কিম্বা মার্কেজের বাস্তুসাপ লিখতে পারতাম= শুনেছি,বাস্তুসাপ গৃহস্থর কোন ক্ষতি করে না!= তবু কতটা আস্থা রাখা যায় ভাবতে ভারতে বিকেল হয়ে গেল = তবু আমার কিছুই করা হলনা = আমিও রুদ্রনীলের মত মনে মনে বলি আমি একজন মধ্যবিত্ত কবি= সাথে পাচে জড়াই না = ফেসবুক লাইফে আসিনা =সকাল বিকেল ব্যালকনীতে এসে দাঁড়াই = চায়ের দোকানে আড্ডা দিইনা =তাই তর্কেও জড়াই না= রাতে সুমনের আড্ডা দেখি তখনই আমার সব প্রতিবাদ ঝরে পরে =ভাবি লাদাখ থেকে পাড়ার গলি কতজন কতকিছু করছে = আমি যদি পারতেম অন্তত একটা পারফেক্ট অণুগল্প লিখতে ।


====================

সঞ্জীব সেন

পানিহাটী গৌরাঙ্গ ঘাট রোড

পোস্ট পানিহাটী

কলকাতা114

7980188285


মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩