কবিতা ।। শ্যামাপ্রসাদ লাহা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, July 17, 2020

কবিতা ।। শ্যামাপ্রসাদ লাহা


সন্ধান


যার কাছে তুমি যেতে চাও-
তার ঠিকানা আমি জানি।
অসংখ্য চরাই-উৎরাই পেরিয়ে
যে রাস্তাটা রায়বাঘিনী অব্দি যায়-
সেখানেই সে থাকে; তবে ছদ্মবেশে।
একদল পানকৌড়ির জলে ভেজা
লজ্জার মতো; শুধু কি তাই-
শীতের রোদ্দুর মাখা বুড়ো বকের ডানায়
তাকেই মানায়।
প্রথম সূর্যের আলোয় ইঞ্চি ফুল যখন
হাই তোলে; স্কুল ফেরত কোনো একাদশীর
মাহাত্ম্য প্রচারে দাঁড়িয়ে থাকে একদল যুবক; তখনই সে হাজির হয়।
তার নাম নিভৃতি; অনাদি অসীম অকৃত্রিম
নির্জনতার বৈকালিক স্বীকৃতি।

===========

শ্যামাপ্রসাদ লাহা
গ্রাম+পোস্ট-পাত্রসায়ের
জেলা-বাঁকুড়া
পিন-৭২২২০৬
আলাপন ও হোয়াটসঅ্যাপ-
৯০৯৩৭১৭১১০

No comments:

Post a Comment