Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

স্মৃতিচারণা ।। মোনালিসা পাহাড়ী


আমার শ্রাবণ



"আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে...
        ক্ষণে ক্ষণে ঘরের বাঁধন যায়, যায় বুঝি আজ টুটে..."

            বাঁধন টুটেছে বৈকি, তবে ঘরের নয় মনের। সত্যি এই যে আকাশ কালো করে মেঘ ওঠার দিন,ঝমঝমিয়ে বৃষ্টি আসার দিন, পুরোনো স্মৃতির খেয়ালে ডুবে যাওয়ার দিন,মনখারাপের চাদর মুড়ি দিয়ে জানালায় চোখ রেখে বসে থাকার দিন... এই তো আমার প্রাণের শ্রাবণ, যার কাছে লহমায় ধরা দেয় হারানো শৈশবের উদ্দামতা, কৈশোরের উছ্ছল আলোর যাপন,যৌবনের দৃপ্ত রোমাঞ্চ...
প্রথমে আসি ছেলেবেলায়। যখন খুব ছোট ছিলাম আকাশ ঘিরে মেঘ করলে গা ছমছম করতো আমার। একটাই বাড়িতে জেঠু কাকুদের সঙ্গে একসঙ্গে থাকতাম আমরা।জেঠতুতো,খুড়তুতো ভাইবোনদের সঙ্গে দারুণ আনন্দে হইচই করে কেটে যেতো সময়। পাড়ার ছেলেরা সবাই মিলে রামসীতা, ডাংগুলি, ফল-ফুল খেলা,কিংবা এলাডিং বেলাডিং খেলায় জমে উঠতো বিকেল গুলো। কিন্তু যখনই আকাশে মেঘ ছেয়ে যেতো, বাতাস উঠতো আমি সোজা এসে ঠাঁই নিতাম মায়ের আঁচলের ছায়ায়। বাতাসে আমার যেমন ভয়,তেমনি ভয় বাজ পড়াতে। মাঝে মাঝে বজ্রপাত এবং ভারী বাতাস সহ বৃষ্টি হতো।বিশেষ করে যখন সন্ধের মুখে এই ধরনের বৃষ্টি শুরু হতো মায়ের গা ঘেঁষে বসে চোখ বন্ধ করে রাখতাম। মা আমাকে খুব আদর করতেন। আদর চুমোতে ভরিয়ে দিতেন আমার সারা মুখ।
তবে ঝিরিঝিরি বৃষ্টি আমার খুব ভালো লাগতো।খড়ের চালা গড়িয়ে টুপটাপ জল পড়তো।আমরা ভাইবোনেরা হাতের তালুতে বৃষ্টি ধরতাম।তালু ভর্তি হয়ে গেলে সেই জল ফেলে দিয়ে আবার নতুন করে জল ধরা শুরু হতো।
ভারি বর্ষায় বাইরে জল জমে যেতো। আমরা কাগজের নৌকো বানিয়ে ফেলতাম চটপট। অতঃপর যে যার নৌকোয় আলাদা আলাদা নিদর্শন দিয়ে যাতে সহজে চেনা যায় কোনটা কার নৌকো জলে ভাসিয়ে দেওয়া হতো। যার নৌকৌ সবথেকে বেশি দূর যেতো সেই জিতে যেতো।
শ্রাবণ মাসের বৃষ্টির সকাল দুপুর বা সন্ধ্যায় আমরা চোর পুলিশ খেলতাম।কাগজ কেটে খেলা শুরু হতো।খাতায় লিখে রাখা হতো কে কতো মান পেল। খেলার শেষে যার মান সবথেকে বেশি হতো সেই জিতে যেতো।সেসব ছিল এক অন‍্যরকম অভিজ্ঞতা।
আমাদের বাড়ি ছিল খুব পাড়া গ্রামে।বাড়ির দুপাশেই কাদা রাস্তা।পুকুর। জল থৈ থৈ করছে রাস্তা।কাদা প‍্যাচ‍ প‍্যাচে।কখনো সখনো কাদার ওপর খালি পায়ে হেঁটে যাওয়ার গর্তে জমা জলে কই, ল‍্যাঠা, সিঙি মাছ উঠে আসতো।বাবা কতবার এরকম মাছ ধরে এনেছেন বাড়িতে।আমিও একবার আমার মামাবাড়িতে ঐরকম একটি গর্ত থেকে একটা বড় কইমাছ ধরেছিলাম।যদিও তার কাঁটার আঘাতে আমার হাত কেটে গেছিল।
এরপর আসি কৈশোরে।কৈশোর বেলার শ্রাবণ স্মৃতিরা এখনো অমলিন। কখনো বিদ‍্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে বন্ধুরা সবাই মিলে হইহই করে বৃষ্টি উপভোগ করেছি।কখনো স্কুল থেকে ফেরার পথে ইচ্ছে করেই একটু বৃষ্টি মাখার আব্দারে বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরেছি।মা চুল মুছিয়ে দিয়েছেন, গরম খাবার বানিয়ে দিয়েছেন। 
বৃষ্টির দিনের আর একটি ঘটনার কথা বলে আজকের লেখার যবনিকা পাত করবো।তখন আমি বিদ‍্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী। গার্লস হস্টেলে থাকতাম। এরকম এক শ্রাবণ দিনে দুটো পিরিয়ডের পর আমাদের ডিপার্টমেন্টের প্রফেসর না থাকায় সেদিনের জন্য ক্লাস শেষ হয়েগেছিল।তখন দুপুর। আকাশ কালো করে মেঘ উঠেছে। ইউনিভার্সিটি ফাঁকা করে ছেলেমেয়েরা ফিরে যাচ্ছে যে যার আস্তানায়।আমি আর সোনালী (আমার বান্ধবী) হঠাৎ যুক্তি করলাম বৃষ্টি ভিজবো। যেমনি ভাবা তেমনি কাজ।হস্টেলে ফিরে বই পত্র রেখে হস্টেলের পেছনের মাঠে যেতে শুরু করলাম।যেতে যেতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো।বিশাল বড় সবুজ মাঠ, মাঠের পাশে এম্প্লয়ীদের কোয়ার্টার... আমরা দুটো মেয়ে মহা উল্লাসে বৃষ্টি ভিজছি‌। দৌড়োচ্ছি, আকাশের দিকে হাত বাড়িয়ে বৃষ্টিকে আলিঙ্গন করছি,চিৎকার করে গান ধরেছি-আয় বৃষ্টি ঝেঁপে/ধান দেবো মেপে,কখনোবা গাইছি বৃষ্টি বৃষ্টি বৃষ্টি/এ কি অপরূপ সৃষ্টি/এ যে মিষ্টি মিষ্টি মিষ্টি/আমার হারিয়ে গেছে দৃষ্টি।
আবার কখনো রবীন্দ্রনাথের গানে প্রাণ ভরেছি "আজি ঝর ঝর মুখর বাদর দিনে..."
আমি সাদা ওড়না, আর সোনালী কালো ওড়না দুহাতে ওড়না ওড়ানোর ভঙ্গি করে অবিশ্রান্ত ছুটেছি মাঠের এদিক থেকে ওদিকে।
হঠাৎ মনে হলো হস্টেলের ছাদে ওঠে চারপাশটা দেখবো কেমন লাগে।তৎক্ষণাৎ ফিরে এসে তিনতলার ছাদে উঠেছি।অবিশ্রান্ত বৃষ্টিধারায় ঝাপসা চারপাশের সে কী মোহময়ী রূপ... আমাদের দেখাদেখি হস্টেলের বেশ কয়েকটি মেয়েও ছাদে উঠে ভিজতে শুরু করলো।প্রায় ঘন্টা দুয়েক পর বৃষ্টি কমতে শুরু করলো।আমরাও নীচে নেমে এলাম।আমাদের বন্ধু কৃষ্ণা তখন অভিমানে ঠোঁট ফুলিয়ে বসে আছে।তাকে এই আনন্দ যজ্ঞে আমন্ত্রণ জানিয়ে সামিল করা হয়নি বলে। যাইহোক তার অভিমান আমরা ভাঙাতে সক্ষম হয়েছিলাম।
এরকম আরো অনেক অভিজ্ঞতা আছে বৃষ্টি নিয়ে।সেসব পরে কখনো বলা যাবে।তবে যত বড় হয়েছি বৃষ্টি যেন জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে-সে বাইরে অথবা ভেতরে। শ্রাবণের মেঘ আকাশে না জমলেও মনের আকাশে মাঝে মাঝেই সে হানা মেয়,মুখ ভার করে বসে থাকে। 
এখন আর ইচ্ছে করে বৃষ্টি ভিজিনা ঠিকই, অনেক চেষ্টা করেও অন্তর ভেজানো থেকে নিজেকে আটকাতে পারিনা।কখনো আবার বাইরের বর্ষাই ভেতরের বর্ষাকে লোকচক্ষুর অন্তরালে নিয়ে যেতে সাহায্য করে... যেখানে বৃষ্টির জলের সঙ্গে চোখের জল মিলেমিশে একাকার হয়ে যায়।
জীবনে শ্রাবণ থাক,বর্ষা থাক,ভিজে যাওয়া থাক, আর হ‍্যাঁ, অবশ্যই ভেসে যাক্ অনুভবের নদীতে অক্ষরের সুচারু পানসি তরী...তিরতির করে বয়ে যাক জীবনের খোয়াই।

==================

মোনালিসা পাহাড়ী
প্রযত্নে- চন্দন দাস
মনোহরপুর, গড় মনোহরপুর
দাঁতন, পশ্চিম মেদিনীপুর, ৭২১৪৫১

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত