কবিতা // তারক মজুমদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, July 17, 2020

কবিতা // তারক মজুমদার



   একটু ভাবুন - ৫


*********************
ভালোবাসা  হৃদয়ে আসেনা 
কড়া নেড়ে,
জগদ্দল পাথর কাঁদেনা,তবুও
আগুন  জ্বালে । 

উচ্চ শিখরে পৌঁছোয় যত ---
তাড়াতাড়ি  মানুষ
এক লহমায় নেমে নেমে যায়
মানুষ রুপি অমানুষ  । 

বৈভব আর অহংকার পতনের
মূলকারন,
ওরে মন খরস্রোতা মনকে করিস
একটু বারণ  ---। 
*************************

No comments:

Post a Comment