গল্প ।। উত্তম বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, July 17, 2020

গল্প ।। উত্তম বিশ্বাস

                                  

ওয়েভ     

রাজবাড়ির ঘাট জেগে উঠেছে শুনে ললিতা দৌড়ে গঙ্গার ধারে এল। ততক্ষনে শ্যাওলাধরা সিঁড়ির ওপরে আছড়ে পড়েছে আস্ত একটা পরিবার। থরে থরে থালাবাসন। দফায় দফায় কাজ। ললিতা তাজ্জব বনে যায়! সে পোড়ানো পুতুলের মতো নির্নিমেষ নয়নে দেখছে, বিলাসী বাড়ির বুড়ো কর্তা কাঠের হাতুড়ি হাতে বড় একটা তোবড়ানো পেতলের হাঁড়ির তলা ঠুকে ঠুকে সমান করছেন। আর গিন্নিমা সেকেলে একটা শতরঞ্চির ফুল থেকে কাঁটাগুলো বেছে বেছে আলাদা করছেন। পুরুষেরা কেউ মিনে করছে। কেউ কেউ ওদের বউ মেয়েদের কাচা কাপড়চোপড় রোদ্দুরে দিয়ে তাতে ফেব্রিক লাগাচ্ছে। মেয়েরা ঘড়া ঘড়া জল উঠিয়ে ঊরধশ্বাসে দৌড়াচ্ছে। এবার ললিতা ভয় ভাগিয়ে জিজ্ঞাসা করল, "ও দিদি, মন্দির ধুতে যাচ্ছ নিশ্চই?"

মেয়েরা হেসে লুটিয়ে পড়ে, "তোর মুণ্ডু! কী ধুতে যাচ্ছি দেখবি আয়!"

লতিতাও ওঁদের পিছন পিছন খানিকটা দৌড়াল। দেখল, ওরা জল ঢেলে কেবলমাত্র পথগুলো ধুয়ে দিচ্ছে। এমনসময় ওই জলধৌত পথের ওপর দিয়ে এল এক অশ্বারোহী যুবক। যুবকটির হাতে বিরাট বড় এক বেলজিয়াম আয়না। বাকিরা দৌড়ে এসে ঘোড়ার জিন ধরে চেঁচিয়ে উঠল, "জামাইবাবুর ঘোড়ায় চেপে আজ আমরা গিরিশ মঞ্চে যাব!"

আয়না দেখে যুবতীরা হুমড়িখেয়ে পড়ল। কেউ আঁচিল খুঁটিয়ে আঁতকে উঠল। কেউ রূপের গরবে গম্বুজ হয়ে গেল। ললিতার হাসি পেল খুব! গিন্নিমা ছুটে এসে কাঁচে ঘষা দিলেন। দপ করে জ্বলে উঠল আগুন। ছেলেরা ফুঁ দিয়ে ওতে আরও ধোঁয়া বাড়িয়ে দিল। মেয়েরা চোখের কাজল বাঁচাতে ছুটোছুটি শুরু করে দিল। পুরুষেরাও ওদের পিছু পিছু ছুটল। কে কোথায় গেল, কেউ বলে গেল না।

সূর্য ডুবু ডুবু। যুবকটি এবার ললিতার কাছে এগিয়ে এল। আয়নাটা উঁচু করে ধরতেই ললিতা লজ্জা পেল খুব! এই শহরের নতুন আবাসনের ঠিকে ঝি ললিতা। সে দ্রুত নেমে গেল জলের ধারে। মুখের তেল কালি মুছে তবেই না আয়নায় চোখ রাখবে সে! কিন্তু জলে ঢেউ দিতেই ওর গায়ে কাঁটা দিয়ে উঠল। দেখল জলের নিচে সেই ঘোড়াটা! – আর ওর পিঠের ওপর বসে বসে টাল খাচ্ছে ললিতা। কোলে সেই পেতলের হাঁড়ি,- খোঁপায় গাঁদা ফুলের মালা! আর ওর জিন ধরে সাধারণ সেপাই সেজে ললিতাকেই সাঁতার শেখাচ্ছেন স্বয়ং বিলাসী বাড়ির রাজা! এমন দৃশ্য দেখে ললিতা ভেংচি কেটে হেসে উঠল। ঠিক তখনই গঙ্গার দুইপাড় জুড়ে নতুন তরঙ্গে মুখরিত হয়ে উঠল নাট্যমোদি সন্ধ্যার শহর!


 

উত্তম বিশ্বাস

দত্তপুকুর ব্যায়াম সমিতি

দত্তপুকুর

উঃ ২৪ পরগনা

Mo-9831359655

Email-ubiswas721@gmail.com

 

 

 

 

No comments:

Post a Comment