কবিতা : অঞ্জনা দেব রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, July 17, 2020

কবিতা : অঞ্জনা দেব রায়


 দেখা হয়েছিল


ঝাঁ-চকচকে সোনালী সকাল
তার সঙ্গে সমুদ্রতীরে আমার দেখা হয়েছিল,
চকচকে মুখ, ভোরের সূর্যের আলোতে শরীর ও মুখ থেকে দ্যুতি ছড়িয়ে পড়ছে।
দূরে কিছু মাছ ধরার নৌকা ভেসে যাচ্ছে, নির্জন সমুদ্র সৈকতে  আমরা দুজনে ভেসে
যাচ্ছি 
শুধু চোখে চোখে শরীরী ভাষা মুখে কথা নেই কোনো,
 মাথার ওপর নীল আকাশ
ঢেউয়ের জলের স্রোতে ভিজছি
 যতই দেখিনা কেন দেখার কোন শেষ হয়না, আবার দেখি, আবার দেখি দেখতেই থাকি। সমুদ্রে তখন ঢেউয়ের উথাল পাতাল
হঠাৎ চোখের নিমেষে সে মিলিয়ে গেল নির্জনতায়। 

======================

অঞ্জনা দেব রায়
৫৫৩, পি মজুমদার রোড, কলকাতা-৭৮
তারিখ: ৬/৭/২০২০

No comments:

Post a Comment