কবিতা : পারমিতা রাহা হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, July 17, 2020

কবিতা : পারমিতা রাহা হালদার



              মন খারাপ আহ্লাদ

              

বৃষ্টি ভেজা আকাশ ছোঁবো আহ্লাদী মন উন্মত্ত,
জড়িয়ে ধরে মেঘ মল্লার আমার মুক্ত আকাশ...
নিদ্রাহীন রাত চাপা কষ্টের অতলান্ত খুঁজি
                         এক দিক শূন্য গভীর উষ্ণতা...
চলার পথে খোঁজ মেলেনি এক টুকরা আলো,

এক ফালি মেঘ শ্রাবণ ধারায় বৃষ্টি ভেজার স্বাদে, 
কয়েক ফোঁটা বৃষ্টি দু-চোখে শ্রাবণ ঝরায়।
এক বুক আশায় কাগজ নৌকো ভাসাই খুশি মাখা আহ্লাদে,
ক্ষণিকের আশ মিটবে,কালো মেঘের বৃষ্টি 
        ঘুচাবে আমার আকাঙ্খিত তৃষ্ণা দুর্নিবার ।

ভিজে মাটির গন্ধে সজীব হতে চায় গুমোট হাওয়া,
মনের খাতায় স্বপ্নেরা ভীড় করে হাত পা মেলে 
                নীল বিস্তীর্ণ আকাশের প্রতিক্ষায়,
কূল ছাপানো সোহাগ নদীর মন-আকাশে প্রেমিক,
     উজান স্রোতে বয়ে চলেছি বৃষ্টি ছিঁটা তৃপ্ততায়।

মেঘলা রাতে শ্রাবণ ধারা ভেজা  ঠোঁটের ওম,
মেঘ বৃষ্টি উদাসীন হাওয়ার ছিঁড়ছে সদ্য ফোটা গোলাপ, 
চুপটি দুপুর ,একফালি রোদ বৃষ্টি ভেজায় আমার ঘুম,
শ্রাবণ এলেই ভাবনা ভাসে,পূর্ণতা পায় মন খারাপ।




No comments:

Post a Comment