কবিতা : তীর্থঙ্কর সুমিত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, July 17, 2020

কবিতা : তীর্থঙ্কর সুমিত






সুযোগ



আমি চলে আসবো
এটা তুই জানতিস
তানাহলে আজ সূর্যের দিকে চেয়ে
প্রনামের অছিলায়
একবার দেখে নিতিস
অন্যায় বলে আদৌ কিছু নেই
সব পাপ জমা হলে 
একটা কালো দাগ ঘিরে নেয় নিজেকে
আর সেই দাগে থাকে এক একটা বিষ
সব বিশ একত্রে জমা হলে 
যেমন আশি হয়না
ঠিক সেইরকমই সব বিষ একত্রে 
জমা হতে হতে কখনো কখনো
অমৃত ও হয়ে ওঠে
দিনকে রাত আর রাতকে গোটা দুপুর ভাবলে
এক একটা বর্ণমালায় খুঁজে পাওয়া যায়
এক একটা সরস্বতী

সবাইকে চিনে নেওয়ার একটা দারুন সুযোগ।


=============
তীর্থঙ্কর সুমিত
মানকুন্ডু ব্রাম্ভন পাড়া
হুগলী ৭১২১৩৯
মো ৯৭৪৮০৫২২২০ 

No comments:

Post a Comment