কবিতা : সুকুমার কর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, July 17, 2020

কবিতা : সুকুমার কর






একদিন বিকেলবেলা এসো

             

একদিন বিকেলবেলা এসো
তোমাকে পাঁচালি পড়ে শোনাবে
আমার উঠনের তুলসিতলা  |
আমার উঠোনজুড়ে বাজবে 
লোককথার রিনি ঝিনি |
রুপকথার সোনার কাঠির ছোঁয়ায়
আকাশ জুড়ে হবে আবির খেলা
সায়াহ্নে গলবস্ত্র হয়ে নান্দনিক
তুলসি প্রনতি জানাবে বিষ্ণুর চরনে |
তারাদের কথকতা শুনতে শুনতে
আমার আঙ্গিনা হবে তপোবন |

No comments:

Post a Comment