মন ছুটে যায় আজও
মন ছুটে যায় আজও
সবুজ দ্বীপের মাঝও
সুখ দুঃখের দোলাচলে
এখনো করে রাজও।
মন ছুটে যায় আজও
সকাল কিংবা সাঁঝও
স্মৃতির সরোবরে সে
মন কেমনের সাজও।
মন ছুটে যায় আজও
ব্যস্ত দিনের কাজও
শৈশব আর কিশোরবেলা
ডাক দিয়ে যায় আজও।
মন ছুটে যায় আজও
নব্য বধূর লাজও
ভালো-মন্দের মন্দিরেতে
চমকানি দেয় বাজও!
................................✍️
মৃত্যুঞ্জয় হালদার
গড়িয়া স্টেশন রোড
গড়িয়া কলকাতা-৮৪
ফোন নং- ৭৫৯৫৯১২২০৬
...............…............✍️
No comments:
Post a Comment