কবিতা : সোমা ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, July 17, 2020

কবিতা : সোমা ঘোষ



বৃষ্টি তারিখ


ক্যালেন্ডার এ বৃষ্টি তারিখ , উঠবে ঝড় সাবধানবাণী সারা দিনমান ডানপিটে রোদ ভীষণ বাড়াবাড়ি। বেলা মাঝে যায় ছায়া বাঁধে বাসা সুপুরি গাছের পাতায়।
বিকেল হতেই ঝড়, সতর্ক শহর, সতর্ক দপ্তর।
উড়ন্ত পর্দা ঝাপসা আরশি, বাউল আকাশ, বন্ধ শার্শি। শহর জুড়ে ঝাঁপিয়ে তখন শ্রাবন মাখা বৃষ্টি তারিখ।
ছুঁয়ে আকাশ বারণ ভুলে তুমি-আমি শহর দূরে হঠাৎ পালাতক।
পাগল শ্রাবণ, মাতাল হাওয়া ,বৃষ্টি ভেজা বিকেল, ছুঁয়ে ফেরে কদম দাগ ,অসাবধানী গোপন হৃদয় ভালবাসায় মোড়া থাক।


©️ সোমা ঘোষ



No comments:

Post a Comment