কবিতা ।। সাত্যকি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, July 17, 2020

কবিতা ।। সাত্যকি





শ্রাবণী উৎসবে


কলমদানির পিঠের কাছে ধুলো 
কলমের গায়ে ছোপ ছোপ সাদা দাগ
মেঘেরা এখন অস্তাচলগামী 
পাথরে খুঁজি প্রিয় জলের দাগ

হাঁটা পথ আর সাদা পৃষ্ঠার রেখা
অনেক কিছুই ভুল মনে করে ঠিক
হাতের কাছে অনিয়ন্ত্রিত অপেক্ষা  
কৃষ্ণকলির চোখে ভিড় করেছে মেঘ

মনে হয় দু হাত পেতে দাঁড়ালেই বুঝি
ভিজে যাবে আমার শহর গ্রাম 
কিন্তু কোথায়,
শুকিয়ে যাচ্ছে আমাদের প্রিয় নদী 
কানে কানে বলে একটু জল যদি পাই

নদীর দিকে তাকাই একবার 
আরেকবার ওই পাহাড়ের দিকে
মনে পড়ে সেই প্রিয় জলের দাগ
খবর দিলাম পাহাড়ের সেই দেশে

এরপর থেকে শ্রাবণ এসেছে রোজ 
রোজ ভিজেছে আমার শহর গ্রাম
কৃষ্ণকলির চোখ দুহাতে এখন ধরি
পাহাড়তলিতে শ্রাবণীর উৎসব

                                    
                      ------------

সাত্যকি 
c/o-প্রদ্যুৎ দাস
ঋষি অরবিন্দ সরণি , 
সরকার বাগান
উত্তর পূর্ব -ন পাড়া 
পোস্ট -ন-পাড়া 
থানা -বারাসত 
জেলা -উত্তর 24 পরগনা 
কলকাতা -700125।
মো: 7278107288।

No comments:

Post a Comment