কবিতা // সোমনাথ বেনিয়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, July 17, 2020

কবিতা // সোমনাথ বেনিয়া






প্রিয় নিরুদ্দেশ - ৪


শরীর নিয়েছে সেল্‌ফি, পারেনি মনকে
কোলবালিশ নিয়েছে আরাম, হৃদয়কে পায়নি
তাই জেগে ওঠে জলকষ্ট
নিজের ভিতর কূপ খনন শুরু
নামতে-নামতে নিরুদ্দেশ, ঠিকানা
কিছু চিকচিক করছে, টলটল
তরল গরল হোক সে, পিপাসাদানব
সম্পূর্ণ ডুবে, ভাসে শব, সে-কী অতিমানব


=================


সোমনাথ বেনিয়া

১৪৮, সারদা পল্লি বাই লেন
ডাক + থানা - নিমতা
জেলা - উত্তর ২৪ - পরগনা
কলকাতা - ৭০০ ০৪৯
ফোন - 8697668875/9143155045(W/app)

No comments:

Post a Comment