প্রাণজি বসাক-এর দুটি কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, July 17, 2020

প্রাণজি বসাক-এর দুটি কবিতা




//সীমারেখা //


তীব্র কঠিন রোদের অন্তরালে কথা হল
চলাচল হল অনেকদিন অনেককাল
তারপরও প্রথাগত আদান-প্রদান ছিল
তুমিই উপলক্ষ  - তোমারই হেতু সময়কাল

আজ বুঝি সাদাকাগজের মত সকাল হল
গতরাত ছিল চিরন্তন সত্য চারদিক থেকে
ঘিরে থাকা ঘন অন্ধকারে পোড়া এক জীবন
মধ্যবর্ত্তী সংলাপ কারোরই মনে নেই এখন

অনন্তকালেরও বস্তুত জীবনসীমা আবদ্ধ
রাতআকাশে তুবড়ির দ্যুতি যেমন ক্ষণিকমাত্র
গতরাত ছিল চিরন্তন সত্য ....
ঘন অন্ধকারে পোড়া এক দ্যুতিময় জীবন

********



//পড়োশি ছায়া //

চোখের দিকে তাকালে দেখি মেহফিল
মধ্যরাতে কোথাও বাজনা বেজে ওঠে
দখিনা বাতাস পেয়ে একমানুষের ছায়া
অন্য মানুষের কাছে যায় - থেমে যায়
সানাইয়ের একটানা লয় ঘুমঘুম ভোরে

সুচারু ভ্রমণ ছিল মঙ্গলশোভাযাত্রায়
অনায়াসে ভেঙে গেছে জানলার প্রতীক্ষা
চরণবদ্ধ তরিকায় ক্রমে বেঁধে ওঠে সংসার
মেহফিল চোখে অনিদ্রা পাড় ভাঙা জীর্ণ বুক

গ্রাম্যমেলায় পোড়ামাটির ঘোড়া তবু্ও লাফায়
মরুচরে কাঁটাঝোপের ছায়া আজ শান্তি দেয়

** *******

Pran G Basak, E- 60 A,  F/Floor, Mahavir Enclave Bengali Colony,
New Delhi - 110045.Ph..9310736484.
email : prangbasak@yahoo.com 






No comments:

Post a Comment