Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

দুটি কবিতা // দিবাকর মণ্ডল




নেপোটিজম

 

আমরা সবাই পরিস্থিতির শিকার

কাঁচা গদ্যে পা দিয়েছি শরীরে অনেক বিকার।

 

গদ্যে কেবল পদ্য খুঁজি পদ্যে খুঁজি গদ্য

ভাবেরা কখন উধাও হয় ফোটেনি ফুল অদ্য।

 

কবিতার ভাষা কবিই বুঝুক আমি নেই সাতপাঁচে

কাচালঙ্কা, গন্ধরাজ লেবু মিশে আছি পান্তাভাতে।

 

যখন তখন বেজার মুখ চাঁদের গায়ে কালো

ছন্নছাড়া মন স্থির হয়নি তবু অক্ষর সাজাচ্ছি ভালো।

 

এখানে যদি পাঠক বেশে কবি আসে নিজে

পকেটে টান ঠিক পড়বে চক্ষু যাবে ভিজে।

 

তবুও লিখি, লিখেই চলি বেঁচে থাকার শর্তে

অনেকে বলবে এ কেমন কথা, পড়বে নিজেই নিজের গর্তে।

 

যে যাই বলুক ভাবিনা আর চোখ বুজে আছি বেশ

কবি বনাম কবিতার সঙ্গে চলুক একটু রেস।

 

রেশ কাটলে ইঁদুর দৌড় হারা- জেতার লড়াই

জিতলে ভালো না জিতলেও করব জেতার বড়াই।

 

বল হাতে নিয়ে বোল্ড করলাম ব্যাট হাতে নিয়ে ছয়

মাঠে খেলছে এম.এস. ধোনি, সুশান্ত সিং রাজপুত নয়।

 

তাইতো কখনো হারতে হয় নিজের জীবন বন্য

আশা- ভরসার মুল্য নেই নেপোটিজমের জন্য।

 

এখনো চোখ চেয়ে থাকলে কত কথা মনে পড়ে

হাসতে হাসতে ক্ষুদিরাম বসু ফাঁসিকাঠে ঝুলে পড়ে।

 

সেখানে আবেগ জড়িয়েছিল স্বাধীনতার পতাকায়

এখানে মানুষ পরাধীন সব নিরাপত্তাহীনতায়।

 

ছোট্ট জানালা খুলে দেখতে পাই মস্ত বড় আকাশ

অথচ বীরের শ্রেষ্ঠতা প্রমাণ হয়না প্রতিভা পায় না সাবাস।

 

কর্ণ বীর, একালব্য বীর তবু অর্জুন ঠিক জিতবে

অমৃত মন্থন যারাই করুক দেবতাদের শুধু মিলবে।

 

    

 

নেপোটিজম ২

 

কে তুমি? কী তোমার পরিচয়?

- আমি কবি। নতুন নক্ষত্রের উদয়।

 

নক্ষত্র! বলি লিখেছ কটা ছত্র?

বলতে পারো, কেন বিকোয় এখনো রবি ঠাকুরের পত্র?

- তিনি প্রনম্য, আমরা সবাই তাঁর কাছে নত।

 

তাঁর পত্র জুড়ে কাব্যের দাপাদাপি

তাই আমরা ছাপি, এখনো ছাপি।

তুমি কে হে, নিজেকে নিজেই বলছো কবি

বলো কী তোমার পদবী?

- আজ্ঞে পদবী জেনে কি লাভ

আগে আমার লেখাটা পড়ে দেখুন কেমন স্বাদ।

 

পড়তে গেলে সময় লাগে, সময় অত নেই

তার আগে পরিচয় তোমার প্রকাশ করতে হবেই।

- আমার কোনও লেজ নেই, শুধু কবিতাই সম্বল

নাম, দিবাকর মণ্ডল।

 

গণ্ডগোল, ওখানটাতেই গণ্ডগোল

বলতে পারো, কিছু কবির নাম- যারা নক্ষত্র, আকাশে স্থির অচঞ্চল।

- শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শ্রীজাত..., বিনায়ক বন্দ্যোপাধ্যায়

 

এরা সবাই উপাধ্যায়

কবিতা যুগের এক একটা অধ্যায়।

তোমার পদবীতে মন দেয় না সায়

সাহিত্য থেকে পাবে না আয়।

- সেটা আমার দায়, আপনি শুধু ছাপুন  

অন্য কবিতা দিয়ে মাপুন।

 

মাপব না। এক কড়াইয়ে সকলকে আমি ভাজব না

স্বপ্ন দেখা ছেড়ে দাও, আবেগে ভাসতে যেও না।

- বুঝেছি, বেশ বুঝেছি আমি

কেন এতদিনে কবি হল না নস্কর, মণ্ডল, ঘরামী।

 

বুঝেছ যখন কেটে পড় এইবারে মানে মানে

আমার এখন বেরুতে হবে সাহিত্য সভার আহ্বানে।

- ঠিক আছে, এখন আসছি, তবে আবার আসব ফিরে

দরজাতে টোকা দিয়েই যাব পাহাড়- পর্বত চিরে।    

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত