Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

কবিতা : সুনন্দ মন্ডল



             লাদাখ থেকে বলছি

                 

যুদ্ধক্ষেত্রে বোমা আর বুলেটের সামনে দাঁড়িয়ে
নির্ভয়ে লাদাখ থেকে বলছি,
আমি তোমাদের পরাজিত সৈনিক!
সীমান্তের প্রহরী,
এক হতভাগ্য সন্তান।

তোমার আমার সবার ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটেছে
কিন্তু তোমার মান মর্যাদা রক্ষা করতে পারিনি।
শেষ পর্যন্ত সীমান্তে বন্দি হয়েছি!
আর কিছু ক্ষণের মধ্যেই আমাকে বুলেট বিদ্ধ করা হবে।
শক্তির বিরুদ্ধে শক্তি
আমার শরীরটাকে ঝাঁঝরা করে দেবে।
কেনই বা তা করবে না?
আমি তো আর ওদের জামাই নই,
যে আদর যত্নে রাখবে!

আমি একজন পরাজিত সৈনিক,
সামান্য সীমান্ত রক্ষী।

কে জানত হঠাৎ করে যুদ্ধ শুরু হবে?
শেষ কোথায় তাও অজানা।

এজন্য আমার এতটুকু দুঃখ নেই,
বরং শান্তি নিয়ে মরব।
তোমার সম্মান বাঁচাতে অনেক শক্তি ক্ষয় করেছি,
কিন্তু কাপুরুষোচিত হৃদয়ে পরাজয় মানব না।
অভিমন্যুর মতোই বীরত্বের সাথে শহীদ হব।

সরকারের উদ্দেশ্যে একটাই অনুরোধ,
আমার পরে এভাবে আর কারও যেন প্রাণটা না যায়।
আর কারও বীরমাতার কোল যেন শূন্য না হয়।
আপনি দেখবেন, যেন যথাযোগ্য প্রতিশোধে ফিরিয়ে দিতে পারেন জবাব।
ওরা অন্যায় করেছে,
অন্যায়ভাবে আমাদের আক্রমন করেছে।

ওরা হাজার হাজার সৈন্যে সজ্জিত!
আর মাত্র কুড়ি জনের ঐক্যবদ্ধ হাতে
ওদের চক্রব্যূহে নিরস্ত্র হয়ে লড়াই করেছি।
তারা শহীদ হয়েছে, আমিও হব
বুলেট থেকে গুলি বেরিয়ে গেছে
শত্রুরা তাদের অস্ত্র ছুঁড়ে দিয়েছে আমার দিকেও
কেবল কয়েক সেকেন্ড সময়ের বিরতিতে
তোমাকে এই চিঠি লিখছি।

হে প্রিয়জন,
আমি লাদাখ থেকে বলছি।
তোমরা ভালো থেকো,
যুদ্ধ নিরপেক্ষ পরিবেশ গড়ে তোলো।
আমার সময় শেষ,
নইলে ধ্বংসলীলা কাকে বলে দেখাতাম
নতুন সৃষ্টির আনন্দ পেতে যতটা হিংস্র হওয়া দরকার
ততটাই হতাম প্রতিপক্ষের বিরুদ্ধে।

আমার দেশ, আমার মা
তুমি কষ্ট পেয়ো না!
কান্না নয়, চোখে আগুন জ্বালো।
তোমাদের সম্মিলিত শক্তি যেন যুদ্ধ জয়ের প্রেরণা  দেয়!

আমার লাশে ছড়ানো কোন ফুল মালার বর্ষন চাই না!
না তো চাই পরিবারে কোন একজনের চাকরি!
আর আমার আত্মার শান্তি চাইলে
অবশ্যই স্বদেশী দ্রব্যে সাজিয়ে তোলো সংসার।

বীর শহীদদের প্রতিও এতটুকুই অঞ্জলি প্রার্থনা আমার!


তোমাদের প্রতি শেষ নমস্কারে এই সর্বশেষ নিবেদন।
   ==========================           

সুনন্দ মন্ডল

কাঠিয়া, মুরারই, বীরভূম

8637064029

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল