কবিতা : বৈদূর্য্য সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, July 17, 2020

কবিতা : বৈদূর্য্য সরকার




অপূর্ব কথা


কমলা রোদের দিনে সে বেরিয়েছিল গ্রাম  ছেড়ে
কার্তিকের বেলা ফুরিয়ে, ডাউন ট্রেনে 
সে এসে নামল বিজলি বাতির দেশে, ট্রাম বাবুয়ানি 
সাহেবের ডাণ্ডা  বিপ্লবীর গুলি দাঙ্গা খাদি থেকে গ্রামোদ্যোগ 
জমির লড়াই বদলে দিল ক্ষমতা...

এত দেখার পরেও অপু অবিকৃত থেকে গেছে 
হেমন্ত রোদের অপরাজিত মায়ায়...

তার জীবন পাঁচালী লেখা বিভূতিভূষণ স্বয়ং
সিনেমায় ট্রিলজি দেখিয়ে বিশ্বজয়ী সত্যজিৎ 
কেউই জানে না...

গত একশো বছরে আপডাউনে সে কতবার 
ভিড়ে ওঠানামার সময় মিশে গেছে
নিত্যদিন স্বপ্ন দেখা কিশোর শরীরে ।
অপু জানতো, এরাও তার মতো ছড়িয়ে পড়ছে
গ্রাম নগর বন্দরে গুগল ম্যাপের আনাচে কানাচে । 

================

Baiduryya Sarkar
Address: 16A/1A Baghbazar Street .
Kolkata – 700003 Ph : 8013412193

No comments:

Post a Comment