কবিতা।। কপিল বাগচী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, July 17, 2020

কবিতা।। কপিল বাগচী



মুহূর্তের বিস্ময়


অনন্ত গুহার গভীরতায় যে ছোট্ট জীবন
তার সাথে চুক্তি হয়ে আছে!
তুমি সম্পর্কের বিস্ময়ে হতবাক রও?
আমি সম্পর্কের অতল অনুভূতিতে মগ্ন থাকি।
ছোঁয়াহীন,দেখাহীন,অবয়বহীন সে অনুভবেও
ছোট খাটো বিস্ময়ের সম্মুখীন হয় চেতনা।


ছোট খাটো তাই অস্পষ্ট! 
সমগ্র মনযোগ আতস কাঁচের নীচে এসে
ধুলো মাটির খট্ শব্দে ঠুনকো পারদের মত ছড়িয়ে পড়ে।
ফুলকিবাজি শুরু হয়।
কত রং,কত নেশা,কত ঘুমের স্বপ্ন, কত কল্পনা!
আকাশের সমস্ত কালো ক্যানভাসের উপর
অনভিজ্ঞ বাচ্চার মতো রংপেন্সিলের কাটাকুটি রেখে যায় মুহূর্তের।



---------------

কপিল বাগচী।
বক্রেশর, বীরভূম।

No comments:

Post a Comment