কবিতা : সৌমিত্র চ্যাটার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, July 17, 2020

কবিতা : সৌমিত্র চ্যাটার্জী






ভূপর্যটন


 

আকাশের খুব কাছে আমাদের বসবাস

নীরব সম্মতির স্বরচিত দেওয়ালে কবোষ্ণ স্মৃতিচারণ

সুদূর প্রেরিত অমরসঙ্গীত

আর কিছু নিশ্চিত ভ্রম

এই আমাদের সাদামাটা ভূপর্যটন

 

আগুনের তাপে সেঁকে

ভুঁইফোড় জীবনকে বাজী রেখে

চোখে চোখে বিদ্ধ হয়েছে সর্পিল রোদ্দুর

বিশুদ্ধ অভিমানের ফেলে আসা বাঁকে

 

যেসব দিনরাত কেটেছে শর্তহীন

কে ভেবেছিল তারা প্রতিশোধ নেবে

ফিরিয়ে দেবে সব প্রতিরোধ

অন্তরীক্ষের পথে

 

জানবে না কেউ

কেন স্তব্ধতা দু'চোখ ছাপানো কান্নার অন্দরে

কেন দূরে ঠেলে দেওয়া

বুকের ভিতরে জমানো বেদুইন অবরোধ...   


------------------------------------------------------



Soumitra Chatterjee

Flat No. 2C , AS-2 , Ashiyana Society, Shankarpur

 PO : Arrah , District Burdwan(west) , West Bengal

 PIN : 713212 ।  Durgapur 

-----------------------------------------------

Mobile No. 8967774027

----------------------------------------

E-Mail ID : poesy.soumitra@gmail.com

----------------------------------------------



No comments:

Post a Comment