ছড়া ।। পলি ঘোষাল চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, July 17, 2020

ছড়া ।। পলি ঘোষাল চক্রবর্তী





লক্ ডাউনের লাভ 

...................

রাস্তা ঘাট শূণ্য যখন, ঘরগুলো সব পূর্ণ। 
নতুন কিছু শিখছি সবাই, হারিয়ে জরাজীর্ণ। 
রান্না শিখছে বান্না শিখছে, শিখছে নতুনত্ব টিপস। 
করোনার করুণায় সৃষ্টি হচ্ছে নিত্য নতুন ডিশ। 

সম্পর্কে নতুন মোড় দেখছে লোকে ফিরে, 
কর্তা, গিন্নির কলহ দ্বন্দ ঘর থেকে যায় বাইরে। 
গৃহ যুদ্ধ কোথায় আবার লক্ ডাউনের জের, 
বন্ধুরা করে টেলিফোন রোজ খবর নিচ্ছে ঢের। 

বাড়ি আসছে স্বজন মানুষ তাই আবেগের প্লাবন,
গাছে গাছে কূজন কাকলি মনে তুলছে আলোড়ন।
পবিত্রতায় গঙ্গা হাসেন হয়ে নির্মল অঙ্গ, 
কাজ বন্ধ করে প্রেমিক পায় সৌভাগ্যের সঙ্গ। 
ইঁট পাথরের শক্ত শহরে আকাশটা আজ নীল, 
যানবাহনের ধোঁয়া উধাও শুদ্ধ বাতাসের খুশি অনাবিল। 

করোনায় কাঁপে গোটা পৃথিবী, পরিবেশটা তবু বদলেছে, 
পশু পাখির উদাসীন হয়ে দিন বেশ কাটাচ্ছে ।
করোনা করছে কাবু, নয় তো সেটা মিথ্যা, 
প্রকৃতি হয়েছে তাজা আর কমে গেছে দূষণ ও হত্যা ।
লক্ ডাউনের বাধা করেছে মানুষ কে মহান, 
দরিদ্র দিন করছে যাপন,ধনীদের উদার আহ্বান। 
সবাই মিলে একসাথে করবো করোনাকে পরাজিত, 
কূপমন্ডুকতার প্রাচীর ভেঙেছে দূরে সরছে ভয় ভীত।। 

================

পলি ঘোষাল চক্রবর্তী 
হাউস অফ নরেন্দ্র নাথ চক্রবর্তী 
নিমাই চন্দ্র ঘোষ সরণি 
তাঁতি পাড়া 
পোস্ট: কৃষ্ণনগর
জেলা :  নদীয়া 



No comments:

Post a Comment