কবিতা // দীপান্বিতা হক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, July 17, 2020

কবিতা // দীপান্বিতা হক



ধ্রুবতারা



তারপর, সন্ধ্যে হলে, আকাশে তারারা ফুটে উঠলে 
সে চলে গেল।
আমি, পাঁচমাথার মোড়ে-
চুপচাপ মাথা নীচু করে দাঁড়িয়ে থাকলাম।
আমি যে নতুন পথে একলা চলতে পারি না
আকাশে তো আলো ও ছিল না
শুধু দুটো চারটে তারারা-
ধ্রুবতারা ওঠা অবধি আমি ঠায় দাঁড়িয়ে রইলাম
সে আকাশে উদিত হয়ে আমায় আহ্বান করল
আমি তাকে অনুসরণ করে চললাম
তারপর, ধ্রুবতারা যখন শুকতারা হল
তখন আমি আমি নির্দিষ্ট গন্তব্যে পৌঁলাম।
আর শোনো-
ধ্রুবতারার ভালোবাসায়, সাহচর্যে 
আমি সেই অন্ধকার রাত পুরো বিস্মৃত হলাম।
                        --------------

  Dipanwita Haque
Address Park st kol 16
Mail id.    dipanwita30mukta@ gmail.com

No comments:

Post a Comment