কবিতাগুচ্ছ ।। সোমা মজুমদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, July 17, 2020

কবিতাগুচ্ছ ।। সোমা মজুমদার


সেই মেয়েটি


বৃষ্টি এলে যে মেয়েটির কান্না পায় ভীষণ
সেই একদিন ছাতা ফেলে
ভিজতো সারাক্ষণ।। 

যে মেয়েটি উতাল হাওয়ায় বন্ধ করে দ্বার 
সেই একদিন হাওয়ার মাঝে
ভাসিয়ে দিতো আঁচল।। 

যে মেয়েটি ভোর  ভেলাতে 
ফুল কুড়াতে যেতো 
তারি এখন ফুলের গন্ধে মাথা ধরে ভীষ।। 

রাত্রি জাগে যে মেয়েটি
জোছনায় করতো স্নান 
সেই এখন অন্ধকারে হয়ে গেছে ম্লান।। 
-----------------------


কান্নারা আজ শব্দ খুঁজে



জানলার কাঁচে বৃষ্টি ফোঁটা
আঁকেনা আর জলছবি 
মনখারাপের প্রহর 
নামে অহর্নিশি।। 

নিরব ব্যথার অশ্রু ফোঁটায় 
হৃদয় হলো প্লাবিত 
ইচ্ছেরা আজ দিশেহারা 
স্বপ্ন দেখাও সীমিত।। 

কান্নারা আজ শব্দ খুঁজে
ব্যথা খুঁজে কারণ 
শিকল পরা স্বপ্নেরা চায় 
ছুঁতে সব বারণ।।
---------------


বন্দী স্বপ্নরা 



বুকের ভেতর মস্ত একটা পাথর চাপা 
স্বপ্নগুলো কাঁচের একটা বোতলে রাখা।। 
ইচ্ছে গুলো পড়ে আছে 
ঐ বাড়ির এ চৌকাঠে।। 
প্রতি ক্ষণে শুনছে শুধু ঝড়ের আওয়াজ।। 
ঘুম না আসা রাত্রি জানে 
সকাল টা যে কতো দূরে।। 
------------------------

স্বপ্নের ফেরিওয়ালা 



স্বপ্নের ফেরিওয়ালা 
তুমি এখন আর স্বপ্ন ফেরি করে 
বেড়াও না।। 
তোমার ঝুলিতে কি সব স্বপ্ন শেষ হয়ে গেছে? 
নামের পাশে সবুজ আলো টিও আর জ্বলে না। 
স্বপ্ন যদি নাইবা থাকে 
দুঃখ গুলো ফেরি করতে পারো।। 
তুমি হয়তো জানো না 
আমার হঠাৎ মনখারাপ করা 
কান্না আসা ওগুলো ও ভালো লাগে।। 
আমি কিনবো।।    
===========

সোমা মজুমদার
আসাম হাইলাকান্দি
                        

                                         

                        
                                                       

No comments:

Post a Comment