Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

প্রবন্ধ ।। সবিতা বিশ্বাস

লিচো
 লিচো



একটি মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গেই

নিশ্চিহ্ন হয়ে গেল একটি ভাষা

                                              

 

নামকরণে রয়েছে নিশ্চিহ্ন হয়ে গেল একটি ভাষা, এটি না বলে বলা চলে মৃত্যু ঘটল একটি ভাষার | হ্যাঁ, এখানে গ্রেট অন্দামানিজ পরিবারের প্রাচীনতম ভাষা “সারে” র কথাই বলা হচ্ছে | অন্দামানি ভাষা হল এক জোড়া ভাষা নিয়ে গঠিত একটি ভাষা | গ্রেট অন্দামানিজ নেগ্রিট এবং ওগান ভাষা | এই পরিবারেরই প্রাচীনতম ভাষা ছিল ‘সারে’ ভাষা |     

 

২০১০ সাল অবধি এই পরিবারে ছিল আন্দামানের প্রাচীনতম চারটি ভাষা | জেরো, সারে, খোরা এবং বো |  ওই বছরেই আন্দামান থেকে মুছে গিয়েছিল খোরা এবং বো | যে ভাষাটি নিয়ে আমরা আলোচনা করছি সেই সারে ভাষায় কথা বলতে পারতেন মাত্র একজন | তিনি লিচো | লিচো ছিলেন রাজা জিরাকের প্রথম সন্তান | বয়স হয়েছিল ষাট বছর | যক্ষা ছাড়াও হৃদযন্ত্রের অসুখে ভুগছিলেন তিনি | এরমধ্যে থাবা বসাল করোনা | যদিও কোভিড—১৯ সম্পর্কে বিশেষজ্ঞ মহল নিশ্চিত নন | ৪ঠা এপ্রিল মৃত্যু হয় লিচোর | তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই মৃত্যু ঘটল আন্দামানের প্রাচীনতম ভাষা সারের |

 

এখন প্রাচীন গ্রেট অন্দামানিজ ভাষা হিসেবে বেঁচে রইলো “জেরো” | এই ভাষায় কথা বলতে পারেন মাত্র তিনজন | তাদের প্রত্যেকেরই বয়স পঞ্চাশের উপরে | সকলেই বিভিন্ন অসুখে আক্রান্ত |  

 

রাজা জিরাকের প্রথম কন্যা লিচো জন্মগ্রহণ করেছিলেন ১৯৬০ সালে | তিনি পোর্টব্লেয়ারে বাস করতেন | খুবই বুদ্ধিমতী ছিলেন তিনি | তার অবদান রয়েছে গ্রেট অন্দামানিজ ভাষা ও ব্যাকরণ তৈরিতে | তিনি কাজ করেছেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের শিক্ষা দপ্তরে | ভাষাবিদ অনবিতা আব্বিকে প্রশিক্ষণ দিয়েছিলেন সারে ভাষায় | অনবিতা আব্বির সেই গ্রন্থ প্রকাশ পেয়েছে ২০১৩ সালে |” Dictionary  Of The Great  Andamanese Language”  একমাত্র এই গ্রন্থটি নথি রূপে ‘সারে’ ভাষাকে বাঁচিয়ে রাখলো |  লিচো ‘সারে’ ভাষা ছাড়াও জেরু, পুজুক্কর, অন্দামানিজ হিন্দি ভাষা জানতেন |

 

লিচোর জন্মের সময়ে অর্থাৎ ১৯৬০ সালে গ্রেট অন্দামানিজ ভাষার বক্তা হিসাবে জীবিত ছিলেন ১৯ জন| বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মাত্র তিনজন ছাড়া বাকিরা সকলেই মারা গিয়েছেন |

 

সাধারণভাবে ভাষার মৃত্যু একটি ধীর ও স্বাভাবিক প্রক্রিয়া | পরিসংখ্যান অনুযায়ী প্রতি দু সপ্তাহ অন্তর একটি করে ভাষার মৃত্যু ঘটে | ভারতে এই মুহুর্তে বিপন্নপ্রায় ভাষার সংখ্যা ১৯৭ টি | আন্দামান ট্রাঙ্ক রোড চালু হবার পর থেকেই আন্দামানের আদিবাসী মানুষ বিপন্ন | কারণ তারা প্রকৃতিকে গায়ে জড়িয়ে বেঁচে থাকে | বাইরের মানুষের অনুপ্রবেশের কারণে তারা যক্ষা, সিফিলিসের মত বিভিন্ন রোগে আক্রান্ত | ২০০২ সালের সর্বোচ আদালতের রায়ের পরেও রমরম করে চলছে আন্দামান ট্রাঙ্ক রোড | ক্রমাগত বেড়ে চলেছে পর্যটন | এর ফলে দূষণের প্রভাবে মানুষগলো শ্বাসরোগে আক্রান্ত |

 

বলার অপেক্ষা রাখে না, করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে আন্দামান দ্বীপপুঞ্জে | ওখানে যদি কমুনিটি সংক্রমণের মতো বিষয় ঘটে তাহলে দ্বীপের আদিবাসী মানুষগুলোর জীবন সংশয় হয়ে উঠবে | সেই সঙ্গে সংকটে পড়বে তাদের মুখের কথিত ভাষাগুলো | এখানে উল্লেখ করা যেতে পারে ২০০৯ সালে সোয়াইন ফ্লু মহামারীর সময়ে সাধারণ মানুষের চেয়ে আদিবাসী জনগোষ্ঠির মৃত্যুর হার ছিল চারগুন বেশি |

এই দ্বীপপুঞ্জে আছে ওঙ্গে এবং জারোয়া আদিবাসী সংস্কৃতি | এই দুই সম্প্রদায় মিলিয়ে রয়েছে প্রায় ৬৭০ জন মানুষ | আং ভাষা পরিবারের মানুষ এরা | উত্তর সেন্টিনাল দ্বীপে বাস করে সেন্টিনালিজরা | কিন্তু তারা নিজেদের সভ্য মানুষদের কাছ থেকে আড়াল করে রেখেছে | তাদের দ্বীপের কাছাকাছি গেলেই বিষাক্ত তীরের ফলার আঘাতে মৃত্যু নিশ্চিত | তাই তাদের সম্পর্কে এখনো পর্যন্ত কিছুই জানা সম্ভব হয়নি | বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন্ হয়ে থাকার কারণে তারা অসুস্থ হয়ে নিশ্চিহ্ন হয়ে গেলেও সভ্য মানুষ জানতেই পারবে না তাদের কথা |

 

 কিন্তু যারা আমাদের সামনে আছে, তাদের বাঁচানোর দায়িত্ব আমাদের | প্রানোচ্ছল এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার দায় দায়িত্ব নিতেই হবে সভ্য মানুষদের | ইতিমধ্যে যথেষ্ঠ দেরী হয়ে গেছে | এখনো সতর্ক না হলে হাজার হাজার বছর ধরে চলে আসা এই সংস্কৃতির বিনাশের জন্য দায়ী থাকবে আধুনিক সভ্য মানুষ | নিশ্চয়ই আমরা তা হতে দিতে পারিনা |

 

‘সারে’ ভাষা বিলুপ্ত হয়ে গেলেও হাজার হাজার বছরের প্রাণোচ্ছল প্রাচীন গ্রেট অন্দামানিজ ভাষা হিসাবে বাঁচাতেই হবে ‘জেরো’কে | সেই ভাষার পরম্পরাকে |

                              -------

 

তথ্যসূত্র—সংবাদপত্র এবং অন্তর্জাল        

======================




সবিতা বিশ্বাস

প্রযত্নে – লন্কেশ্বর বিশ্বাস

গ্রাম + পোস্ট – মাজদিয়া (বিশ্বাসপাড়া)

(শুভক্ষণ লজের পাশে )

জেলা-নদীয়া পিন-৭৪১৫০৭

ফোন-৮৯০০৭৩৯৭৮৮

ভারত

ই মেইল- sraybiswas@gmail.com



মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩