কবিতা : ইন্দ্রানী গুহ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, July 17, 2020

কবিতা : ইন্দ্রানী গুহ

কিছু নিরবতা আমাকে অবাক করে দিয়েছে...


নিজেকে দেখার মত ভালো কোনো আয়না নেই
ছিলো একটি যা কিনা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে।
চূর্ণ হওয়া গুটি কয়েক টুকরো দিয়ে আবার ও
নিজেকে নতুন করে দেখার স্বপ্ন বুণেছিলাম
অত:পর আমি চূর্ণ হওয়া অপর একটি টুকরো বেছে নিলাম।
আবার ও শুরু হলো নিজেকে নতুন করে দেখা।
দেখতেও ভালোই লাগতো খুব আনন্দ হতো মনে মনে।
একবারের জন্যেও মনে হয় নি আয়নাটি ভাঙ্গা।
কিছুদিন পড়ে কেমন যেন ঝাপসা ঝাপসা লাগে।
অবাক ব্যাপার এমন ঝাপসা ঝাপসা লাগে কেনো ? 
পরে কোনো এক সময় বুঝতে পারলাম যে
আয়না টি যে কৈশোরের! কৈশর কাটিয়ে কখন যে যৌবনে পা রেখেছি মনে নেই।
এখন তো যৌবনের ও অনেকটা সময় পার করেছি।
এরপরই বুঝতে পারলাম অনেক কিছু।
এই ভাঙ্গা পুরনো আয়নাতে যে
নিজেকে এর বেশি পরিষ্কার দেখা যাবেনা।
মেনে নিতেই হবে কঠিন এই বাস্তব কে।
তবুও মাঝে মাঝে ভুল করে ফেলি!
ভাঙ্গা আর ঝাপসা আয়নাতে নিজেকে খুঁজি।
আবার মনে পড়ে যায় কোনো লাভ নেই এতে।
ঘুমিয়ে থাকা বিবেক বলে দেয় তখন
আমায় বার বার কেনো বিরক্তি করিস?
এর চেয়ে ভালো আর দেখতে পাবি না।
এটি নিয়ে সন্তুষ্ট থাক এর বেশি আশা করিস না।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ইন্দ্রানী গুহ 
১০৪ বি টি রোড c/2/g/3  বনহুগলি বনরিনি আবাসন 
কলকাতা ৭০০১০৮






No comments:

Post a Comment