কবিতা ।। কানুরঞ্জন চট্টোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, July 17, 2020

কবিতা ।। কানুরঞ্জন চট্টোপাধ্যায়

                                             


অবশেষে সে ধরা দিল

                                                                                            

 

অবশেষে সে ধরা দিল

পথঘাট-আলো অন্ধকারে,

ট্রেন লাইনের গা ঘেঁষে ইস্পাতের কৌলিন্যে,

সে সাড়া দিল,

"আমি আছি হিমাঙ্কের নিভৃতে"।

 

জেলা শহরের পথ বেয়ে

ছুটছে উদভ্রান্ত মিছিল-

শ্লোগানহীন লাল সাদা  শিরা উপশিরা ধমনী,

বিস্তীর্ন কলেজ মাঠে বিকট শব্দে

সন্ধ্যার ছন্দপতন হয়,

সে বলে গেল,

"আমি এখনো আছি তোমার শব্দ কল্পে"

 

শুধু খুঁজে চলেছি তাকে,

বাঁধ ভাঙ্গে,

শাক্যমুনির রাজপ্রাসাদে

ডুবসাঁতার দেয়  যজ্ঞের হোমকুন্ড

 

এখানে বরফ পড়ে ইলেক্ট্রিকের তারে,

ছেঁড়া ঘুড়ির আবদারে

সে আনমনা হাতে জড়িয়ে ধরে খোলা চুল,

"আমি আছি ....

খুঁজে চলো পথঘাট,

আলো অন্ধকার, শব্দমুখরতা,

মৃত্যুমিছিল"


 ==============


কানুরঞ্জন চট্টোপাধ্যায়

রাজগঞ্জ, বর্দ্ধমান,

যোগাযোগ- ৯১২৬৫৭৩০১০

 

 

 

 

 

No comments:

Post a Comment