ছড়া ।। বদরুদ্দোজা শেখু - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, July 17, 2020

ছড়া ।। বদরুদ্দোজা শেখু




  ঝিল

------------------------------------


শামুদের বাড়ি থেকে রামুদের বাড়ি
হেঁটে গেলে আট দশ মিনিটের পাড়ি
মাঝে এক ঝিল আছে চিকচিকে জল
সিঙোড়ি চুঙোরি পাতা করে টলোমল
কালো জল, ছোট ডিঙি ঢেউ কাটে জলে।
সারাদিন মেতে থাকে কল -কোলাহলে
জলচর পাখিদের নানান মহড়া
ওড়াউড়ি আসা-যাওয়া নীড় ভাঙাগড়া
নিয়ে তারা ব্যস্ত থাকে , মুক্ত অনাবিল 
প্রকৃতি সেখানে হাসে যেন খিলখিল ;
সকাল বিকাল রোজ রামু-শামুরা -ই
মেতে থাকে  ঝিল-পাড়ে খেলার নেশায়,
করে না গাঁয়ের কেউ ঝিলে আচরণ
তাই সেই ঝিলে নাই জলের দূষণ ।
পরিযায়ী পাখি কতো শীতকালে আসে
তারা শুভ সংবাদ লোক-বিশ্বাসে।


একদিন কোথা থেকে এলো শিকারীরা
বন্দুক বাগিয়ে ধ'রে , সন্ত্রস্ত পাখিরা
এলোমেলো ওড়াউড়ি করলো সভয়
শিকারীরা শুনলো না কারো অনুনয়,
নয়ছয় ক'রে গেল পাখিদের মেরে
বীরত্ত্ব দেখিয়ে গেল অকারণ বেড়ে ,
সেই থেকে পাখিগুলো উড়ে গেল দূরে--
ফিরলো না কেউ আর , দল বেঁধে উড়ে
এসে বসলো না ঝিলে , কল-কোলাহলে
মাতালো না পরিবেশ মিলিত সকলে ।


এখন নীরব থাকে মন-মরা ঝিল
রামু শামু ব'সে থাকে বিবর্ণ বাতিল
ঝিল-পাড়ে হাহাকারে , সেই সুখ নাই
জলচর পাখিদের বিবিক্ত সভায় ;
ভাবছে, গড়বে তারা অভয় -কানন,
ফেরানো কি এতো সোজা পাখিদের মন ??
 
---------------------------------------
 বদরুদ্দোজা শেখু 
18 নিরুপমা দেবী রোড ,  বাইলেন 12 ,
        শহর+পোঃ-  বহরমপুর ,   জেলা--মুর্শিদাবাদ, 
        PIN -742101
       

No comments:

Post a Comment