গুচ্ছ কবিতা // দীপ্তেন্দু বিকাশ ষন্নিগ্রহী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, July 17, 2020

গুচ্ছ কবিতা // দীপ্তেন্দু বিকাশ ষন্নিগ্রহী




১ প্রবাহ


তীর ছুটে এসে আঘাত হেনেছিল 
সোজা বুকে
বাকিটা ইতিহাস বইয়ে
পিরামিডে জটিল হাইরোগ্লিফিক থেকে
আলতামিরার ষাঁড়ে
শক্তির রূপান্তর.. 

২. আরাম 


পিঁপড়ের বাসায় সযত্নে ঘুম
নিশ্চিন্তে কামড়ের দাগ
জ্বালা যত গোপন থাক
কোনদিন রোদ দেখেনা
আরামের পাশবালিশ... 

৩. দিনলিপি 

সকাল হল দুপুর গড়িয়ে বিকেল
তারপর চিরন্তন রাত
প্রেশার মাপছি সুগার মাপছি
হিসেবের ভুলে নয়ছয় বারোমাস 

যথারিতি পূব থেকে পশ্চিমে বয়ে যায় বায়ু 
ফন্দির জাল বিছিয়ে কতদিন  বাঁধা যায়  আয়ু?

৪.গণ্ডী


সদর দরজা থেকে এগিয়ে এঁকে দিয়েছি সীমানা 
প্রবেশ নিষিদ্ধ 
এই নিচ্ছিদ্র গণ্ডীর ভিতর 
আমরা জগতের ইতিহাস লিখবো 

উত্থান পতন সীমাবদ্ধ থাকবে অন্তঃপুরে
মাঝেমধ্যে কিছু ঘুঘু পাখি এসে দানা খেয়ে যাবে...

==============================






No comments:

Post a Comment