কবিতা ।। সুমিত মোদক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, July 17, 2020

কবিতা ।। সুমিত মোদক



ছুঁতে নেই

––

তোমাকে ছুঁলে বরফ গেলে ;
তবুও , তোমাকে ছুঁয়েদি বার বার ;

একটু একটু করে বেড়ে চলেছে জলের স্তর ,
অশনি সঙ্কেত ;
মেরু অঞ্চলে ওটা কার পদ চিহ্ন !
লক্ষ লক্ষ বছর ধরে আজও জেগে আছে  !
জেগে ওঠে ধ্বংসের পদধ্বনি …
 
তোমার শরীর জুড়ে খেলা করে 
আমার ঋতুদিন , জন্মান্তর …
সে কারণে তোমার শরীর থেকে তুলে আনি 
গরল , অমৃত …
করে চলি সমুদ্র মন্থন .…

বছরের পর বছর ধরে ,
যুগের পর যুগ ধরে ,
তুমি কেবল ছুঁয়ে থাকো পদচিহ্ন ;
সভ্যতার পদচিহ্ন ,
ধ্বংসের পদচিহ্ন ,
সৃষ্টির পদচিহ্ন …

সকলের মতো আমিও জানি 
ঋতু দিনে তোমাকে ছুঁতে নেই ;
তবুও ছুঁয়েদি বার বার ;
বার বার তোমার শরীর থেকে বেরিয়ে আসে
গরল ...
 
আমি তো নীলকন্ঠ নই যে ,
গরল কন্ঠে ধারণ করবো ;
অথচ , তুমি পারো পার্বতী হতে বার বার ।।
––––

No comments:

Post a Comment