কবিতা।। সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, July 17, 2020

কবিতা।। সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়


ইশারা


গুমোট ভাবটা প্রকট। এখন নামার কথাই না,
তবু ঝুপ করে নামলো।
পাতায় পাতায় জল ফুলের মালা দুলছে
ফুলেদের আদুরে স্নানে স্নায়বিক দোল,
গাছের শরীর বেয়ে নামছে ঝরণা
চোখ ঝাপসা হয়ে যাচ্ছে,
কেউ কাউকে দেখতে পাচ্ছি না
আন্দাজে ঢিল ছুঁড়ে দিলাম--বৃষ্টি!

তুমি চমকে তাকালে
এই প্রথম জানতে পারলাম তোমার নাম,
ভিজে একসা হয়ে গেলাম।
গুমোট ভাবটা কাটতেই বৃষ্টি থামল,
তোমার ভুরু জোড়ায় অদ্ভুত  ইশারা
বজ্রের মতো ঝিলিক দিল...

                  **************

No comments:

Post a Comment