ছড়া ।। তরুনার্ক লাহা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, July 17, 2020

ছড়া ।। তরুনার্ক লাহা



          রুপসুধা

চাঁদ উঠেছে ঐ দেখ মা আকাশে
ঠিক যেন এক রুপোর থালা যে ভাসে।
দুধ সাদা এই  জোছনা ভরা পৃথিবী 
মুগ্ধ চোখে দেখতে থাকি এই ছবি।
হাসছে দেখ গাছগাছালি সক্কলে
চাঁদটা যে গো মায়া ছড়ায় কোন ছলে।
জোছনা মোড়া এই পৃথিবীর  র্ুপসুধা
কন্ঠ ভরে পান করিতে নেই বাধা।
চাঁদটা  যেন ডাকছে যে আজ ইশারায়
বিছনা ছেড়ে জোছনা মাখে ইশা রায়।

             ***


Tarunarka Laha
Vill+p.o Beliatore
Dist Bankura
pin 722203
mobile 9474456855(WhatsApp )

No comments:

Post a Comment