কবিতা ।। গোবিন্দ মোদক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, July 17, 2020

কবিতা ।। গোবিন্দ মোদক



।।  আজ শ্রাবণের সন্ধ্যাবেলায় ।।



আজ শ্রাবণের সন্ধ্যাবেলায় পড়ছে তোমায় মনে
গুরুগুরু মেঘ আলো চমকায় রয়েছি ঘরের কোণে। 
ডাকছে আকাশ থমথমে মুখ বৃষ্টির ফোঁটা নাচে
বাদল হাওয়া মনটা উদাস নেই তুমি আজ কাছে।

হু হু বয়ে যায় শন্ শন্  হাওয়া বেশ জোর তার গতি
তুমি আজকাল দাওনাকো সাড়া করেছি কি কোনো ক্ষতি!

বৃষ্টির ছাঁট ঘরে ছুটে আসে ভিজে যায় বই খাতা 
ভিজে যায় মন শুধু অকারণ ভেজে দুচোখের পাতা!

আছো যে কোথায় জানি নাকো আমি মেঘকে প্রশ্ন করি
কোথায় গেলে পাব যে তোমায় নিয়ে চলো তাড়াতাড়ি।

এক দিক থেকে অন্য দিকেতে মেঘ সব ভেসে যায় 
তবুও তোমাকে পাইনা দেখতে হয়ে পড়ি নিরুপায়!

যাও ভাই মেঘ আমার কথা বোলো তার কানে কানে 
বিরহ ব্যথা ভীষণ ভাবে বেজেছে যে মনে প্রাণে।

ওগো মেঘ সব দোহাই বন্ধু তাড়াতাড়ি করে যাও
মিনতি করছি বিরহী প্রিয়াকে কাছে আজ এনে দাও। 
__________________

 গোবিন্দ মোদক। 
সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা 
রাধা নগর, কৃষ্ণনগর, নদিয়া। 
পশ্চিমবঙ্গ, ভারত --- 741103
 মুঠো ফোন: 8653395807

No comments:

Post a Comment