Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

কবিতা : দীপজয় গাঙ্গুলী



পরকীয়া নয়

আবেগঘন শীতের দুপুরে মৃয়মান সূর্যালোক ,

বেগুনি এ আকাশে জীবন্ত প্রতীক্ষা , হায় !

বহু বছরে সেই ইচ্ছে আজ আরও প্রবল হল ;

হাঁড় কাপান এক স্বপ্নীল শব্দে যখন –

আমার মোবাইল ফোনের রিংটোন বেজে উঠল ।

 

কিজানি নাম তার , একদা কত নামে ডাকা ,

আটলান্টিকের চেয়েও গভীর ছিল মনের বন্ধন ;

হিমশীতল আটলান্টিকের সমস্ত চেতনা বরফ হয়েছিল –

'হ্যালো' ,ধ্বনিতে যেন ঝড় উঠেগেল ,

সমস্ত চেতনার বরফ ভাঙ্গতে শুরু করল ।

 

কালো সে গভীর রাতের অপেক্ষা আমি ভুলে গেলাম ,

দুপুর গড়িয়ে পড়ন্ত বিকেলে ডুবন্ত সূর্যের –

সূর্যালোক মেখে আজ যেন প্রানবন্ত হলাম ;

প্রিয়তমা আমায় ভলেনি ,আমি তার নাম ভুলেছি মাত্র ,

তবু কন্ঠস্বরের কম্পাঙ্ক মাপতে কর্ণ ভুল করেনি ।

 

নববধূ সে আজ ,সুখী গৃহকোণে তার বিচরণ ;

এ সভ্যতায় তাকে মানিয়েছে হয়তো বেস ,

সুদৃঢ় , গৌরবর্ণ – আর্য স্বামি তার ,

কিন্তু এ দ্রাবিড় সভ্যতা সে আজও ভলে নি ,

এইটুকই বা কম কি ।

 

পরকীয়া নয়, পুরনো স্মৃতি রোমন্থন নয় –

নেহাতিই যান্ত্রিকতার ভুলে খুঁজে পাওয়া সে স্বর ;

প্রিয়া ,প্রিয়তমা আমার – আমি বলিনি ,

তবু চোখের আদ্রতা দূরভাষে প্রত্যক্ষ করলাম ;

আমার হাতও ঘেমে গেল ।

 

আজ সূর্য কিছুক্ষণ অপেক্ষা করতে পারত ,

মেঘ জড়ো করতে হীমেল হওয়া আর কিছুটা সময় নিতে পারত ,

কিন্তু ঝিঝির ডাক সন্ধ্যের ঘণ্টা বাজাল ,

আর "ওগো আসছি ।" বলে সে আর্য সভ্যতায় মিলিয়ে গেল –

বুকের কোন রহস্য সিন্দুকে এ দ্রাবিড় সভ্যতাকে লুকিয়ে রেখে ।


--------------------------------------

নাম - দীপজয় গাঙ্গুলী

গ্রাম + পোষ্ট - লাটাগুড়ি , জেলা - জলপাইগুড়ি 

 পিন নং - ৭৩৫২১৯

চলভাষ নম্বর - ৮৯২৭৪৪৮১৮৮



 

মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩