ছড়া : অঙ্কিতা সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, July 17, 2020

ছড়া : অঙ্কিতা সরকার

 

বর্ষার রূপ 


আষাঢ়ে আনে বরষা,
বৃষ্টি আসে সহসা।
মেঘের ঘনঘটা আকাশে,
দমকা হাওয়া বাতাসে।
বুক করে দুরুদুরু,
ডাকে মেঘ গুরুগুরু।
জল পড়ে ঝমঝম,
চারিদিক থমথম। 
মাথা ঢাকা ছাতায়,
জমছে জল পাতায়।
ছাতা মাথায় ব্যাঙ,
ডাকছে গ্যাঙরগ্যাং।
শ্যাওলা জলে হয়,
পাখিরা ভয়ে রয়।
ভাঙলো বুঝি বাসা,
ফিরছে ঘরে চাষা।
লাঙল হাতে নিয়ে,
খিচুড়ি খাবে গিয়ে।
খেলার মাঠ ফাঁকা,
ভরতি সবজির ঝাঁকা।
লোক নেই হাটে,
মাছ উঠলো ঘাটে।
সূ্য্যি গেল ডুবে,
তারারাও গেল উবে।          
জগন্নাথ এলেন রথে,
জল-কাদা পথে।
রথের মেলা হবে,
পাঁপড় ভাজা খাবে।
আসবে ইলিশ পদ্মার,
জমিয়ে করবে আহার।
সর্দি হবে ভিজলে পরে,
নৌকা বাধা নদীর পারে।
পাখিরা সব ঘরে ফেরে,
খাদ্যসন্ধান বন্ধ করে। 
বন্ধ এখন সকল কাজ,
সেই সকাল হতে সাঁঝ।  

===============

অঙ্কিতা সরকার
ঠিকানা- পুরুলিয়া

No comments:

Post a Comment