ছড়া ।। সৌমিত্র মজুমদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, July 17, 2020

ছড়া ।। সৌমিত্র মজুমদার



       হায় শৈশব


হারিয়ে গেছে ছোট্টবেলা
      স্বপ্নে দু'চোখ আঁকা,
লেখাপড়ার গুঁতোয় এখন
      পিঠ হয়ে যায় বাঁকা!
বইয়ের ঝোলা ভীষণ ভারী
      টিফিন, জলের আধার--
কিশলয়ের জীবন এখন
      দারুণ বিঘ্ন-বাধার।
মা বলেছেন, "এক্সামেতে
      থাকতে হবে তিনে",
বাবার কথা, "প্রথম হলে
      টাট্টু দেবেন কিনে"!
ছোটকা দেবেন ব্যাডমিন্টন
      মেজকা রুপোর বালা,
সবার ভাষণ শুনে শুনে
      দু'কান ঝালাপালা।
সারাটা দিন পড় রে শুধুই
      সঙ্গী-সাথী নেই
সঙ্গে ড্রয়িং, রিসাইটেশন
      ব্যস্ত ঘরেতেই,
হতেই হবে তাকে এবার
      সেরা সবার চেয়ে
বিপন্নতার অশ্রু শুধু
      ঝরে দু'চোখ বেয়ে। 

:::::::::::::::::::::::::::::::::::::::::::::

সৌমিত্র মজুমদার
92এ, পূর্বাচল,
রহড়া, কলকাতা - 118

মোবাইল :      94751 18828
হোয়াটস্যাপ : 94320 64126

No comments:

Post a Comment