ছড়া ।। শুভাশিস দাশ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, July 17, 2020

ছড়া ।। শুভাশিস দাশ




শ্রাবণধারা 

     ---------------


টাপুর টুপুর বাজিয়ে নূপুর 
ঝির ঝির ঝির  সারা দুপুর 
শ্রাবণ ধারা পাগলপারা 
গাছ পালা মাঠ ছন্নছাড়া ! 
মেঘের ভেলা ভাসিয়ে আকাশ 
জলরাশির নেই অবকাশ 
মন ছুটে যায় দূরের পানে 
বৃষ্টি ভেজা শ্রাবণ দিনে । 

----------------------
শুভাশিস দাশ 
দিনহাটা 
মো 9932966949





No comments:

Post a Comment